বিকেল ফুরোবার আগে এসো

খাদিজাতুল কুবরা ৪ ডিসেম্বর ২০২০, শুক্রবার, ০৭:০৬:১৫অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

কোন্ কালে কূল ভেঙেছিলো মনে নেই,এখনো আমি অকূলের সহযাত্রী
তোমার বুকে বসতি পেলে, অকূলে ভাসাতামনা আমার ধরিত্রী।

তোমার চোখে আয়না খুঁজে পেলে,
নোনা দরিয়ায় ছায়ার সাথে লুকোচুরি খেলতামনা অহোরাত্রী।

তোমার বুকে কি চর জাগেনি?
কেউ না জানুক আমি তো জানি, জেগেছিলো বৈ কি!
কাঁটাতারে ঝুলিয়েছ ভালোবাসা!
শিকড়ে পা আটকেছে, গাছটি ছিলো মেহগনি।

সময়ের হিংস্রতা খুবলে খেয়েছে স্বপ্নের ছাল-বাকল,
কিছু স্বপ্ন আশা থেকে যায় আজন্ম কাঙ্গাল।
আকুলতার তীর ঘেঁষে গন্তব্য বিস্তৃর্ণ কবিতার চরাচর।
এমন চাওয়া, কিংবা না পাওয়া ও যে মনোহর।

তোমার শেষ পদচিহ্নের পরেই মরুভূমি!
ধূ-ধূ বালুচরে অপেক্ষমান আমি।

ছুটে ছুটে ক্লান্ত পথের দুরত্ব পাথেয়,
তুমি কিন্তু এসো নাইটিঙ্গেল হয়ে,
বিকেল ফুরোবার আগে __
সুরের মূর্চ্ছনা তুলো, মুদিবো নয়ন শুধালে সুরের অমিয়।

৫৭৩জন ৩৬৬জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ