
কোন্ কালে কূল ভেঙেছিলো মনে নেই,এখনো আমি অকূলের সহযাত্রী
তোমার বুকে বসতি পেলে, অকূলে ভাসাতামনা আমার ধরিত্রী।
তোমার চোখে আয়না খুঁজে পেলে,
নোনা দরিয়ায় ছায়ার সাথে লুকোচুরি খেলতামনা অহোরাত্রী।
তোমার বুকে কি চর জাগেনি?
কেউ না জানুক আমি তো জানি, জেগেছিলো বৈ কি!
কাঁটাতারে ঝুলিয়েছ ভালোবাসা!
শিকড়ে পা আটকেছে, গাছটি ছিলো মেহগনি।
সময়ের হিংস্রতা খুবলে খেয়েছে স্বপ্নের ছাল-বাকল,
কিছু স্বপ্ন আশা থেকে যায় আজন্ম কাঙ্গাল।
আকুলতার তীর ঘেঁষে গন্তব্য বিস্তৃর্ণ কবিতার চরাচর।
এমন চাওয়া, কিংবা না পাওয়া ও যে মনোহর।
তোমার শেষ পদচিহ্নের পরেই মরুভূমি!
ধূ-ধূ বালুচরে অপেক্ষমান আমি।
ছুটে ছুটে ক্লান্ত পথের দুরত্ব পাথেয়,
তুমি কিন্তু এসো নাইটিঙ্গেল হয়ে,
বিকেল ফুরোবার আগে __
সুরের মূর্চ্ছনা তুলো, মুদিবো নয়ন শুধালে সুরের অমিয়।
২৩টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বিরহের মূর্ততা ছুঁয়ে গেল আপু। চর জেগেছিল বৈকি তবে সেটাকে গোপন করে এরা কি সুখ পায় জানা হলো না। বিকেল ফুরোবার আগে আসা আর হয়না। চমৎকার অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে সুনিপুণ লেখনীতে। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা
রোকসানা খন্দকার রুকু
দিদিভাই ঠকায় দিলেন।😍😍
সুপর্ণা ফাল্গুনী
রুকু আপু 🤪🤪। ভালোবাসা অবিরাম💓💓
খাদিজাতুল কুবরা
কেউ না আসুক; পাশে নাইবা বসুক!
তোমাদের আঙিনায় বিছানো ভালোবাসার মখমলি চাদরে লিখবো কিছু দুঃখ সুখ!
আরাধনা কেবল এইটুকুই,
এর বেশি নাহি চাই।
দিদি ভাই ভালোবাসা সিক্ত মন্তব্যে আপ্লূত হলাম।
ভালোবাসা রইলো প্রিয়!
রোকসানা খন্দকার রুকু
বিকেল ফুরোবার আগে এটাতেই আটকে গেলাম বন্ধু। কই পান এসব। ভালো লাগে ভীষন ভালো। প্রথম মন্তব্য করার যোগ্যতা নেই তবুও লোভ হল যদি কিছু পাই।
শুভ কামনা রইলো।😍😍
খাদিজাতুল কুবরা
রুকু আপনার মতো বন্ধু যার আছে তার কিছুর অভাব হয়না বিশেষ করে কবিতার পঙক্তির।
“একদিন মুখোমুখি বসবো সখি!
কোন কথা হবেনা, হবে আকণ্ঠ চোখাচোখি।
জীবনানন্দের নাটোরে কিংবা জসীমউদ্দিনের নকশীকাঁথার মাঠে।”
সুপর্ণা ফাল্গুনী
আচ্ছা আমি আপনার পরে মন্তব্য করবো এখন থেকে কেমন রুকু আপু? তা-ও আপুটা যেন মন খারাপ না করে থাকে। 💓💓💓💓💓💓💓
রোকসানা খন্দকার রুকু
মন খারাপ নয়। বরং ভালো লেগেছে। মাত্র একমিনিট। ❤️❤️❤️❤️
খাদিজাতুল কুবরা
বন্ধু রুকু আপনারকে ঠকানোর সাধ্য দিদি ভাই, আমি এবং আমাদের নেই।
আপনি এমনই প্রানোচ্ছ্বল একজন
রোকসানা খন্দকার রুকু
আল্লাহ এত প্রসংশা, হাত পা কাঁপছে ভাই। অনেক অনেক ভালোবাসা😍😍
ফয়জুল মহী
অসাধারণ গোছানো লেখা পাঠে মুগ্ধতা রইল।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ মহী ভাইয়া। অনুপ্রেরণা পেলাম।
আপনাকে শুভেচ্ছা
নবকুমার দাস
সুন্দর কবিতা ,খুব খুব ভালো লাগলো।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ দাদা পড়ে উৎসাহিত করার জন্যে
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর অনুভূতির ছোঁয়া কবি আপু অনেক শুভ কামনা
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ লিটন দা। ভালো থাকুন সবসময়
আরজু মুক্তা
এখানে তুলনাটা একটু ভুল হলো। নাইটিঙ্গেল পাখি কিন্তু রাতের নিঃসঙ্গতায় ডেকে ওঠে।
খাদিজাতুল কুবরা
আপু মরুভূমির পাখি জানতাম কিন্তু শুধু রাতে ডাকে জানতাম না।
তবে কবিতা ও কাল্পনিক উপমা ও কাল্পনিক।
ধন্যবাদ আপু গঠন মূলক মন্তব্যের জন্য
তৌহিদ
মানুষ হিসেবে আমাদের অবলম্বন দরকার। একাকীত্বতা আমাদের যে নিঃসঙ্গ অনুভূত করায় আমরা মন থেকে মেনে নিতে পারিনা কিছুতেই।
চমৎকার লিখেছেন আপু।
খাদিজাতুল কুবরা
মানুষ মাত্রই প্রিয় সঙ্গ চায় ।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
আন্তরিক শুভেচ্ছা জানবেন
কান্ত রায়
কেউ না জানুক,
আমি তো জানি!
ভালোবাসা জানবেন প্রিয় আপু। 🌺
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ পড়ার জন্য
ছাইরাছ হেলাল
ভাগ্যিস ফুরোবার আগে ফুরিয়ে যায়নি হৃদয়ের চাওয়া না-চাওয়া,
তাই অপেক্ষা আমাদের চালু থাকে/রাখি।