বিকেলের শেষ আলো

রোকসানা খন্দকার রুকু ১২ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ০৭:৩০:৩৪অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

ভালোবাসা তুমি হাঁটছ কেন একা,

আমিও তোমার পায়ে পা রেখে হাঁটতে চাই।

ভালোবাসা তুমি রোদে পুড়ছ কেন একা,

আমি যে তোমার রোদে পোড়া গায়ের গন্ধ শুকতে চাই।

ভালোবাসা তুমি বিষণ্ন বিকেলে কেন একা,

আমি যে তোমার সমস্ত বিষণ্ন বিকেল নিমিষেই শুষে নিতে চাই।

কারন-

কোন এক তপ্ত রোদে আমিও পুড়ে পুড়ে হচ্ছিলাম ছাই,

বিষন্ন বিকেলে হেঁটেছিলাম অনেক পথ একা নিঃসঙ্গ,অযথা,অর্থহীন,এলোমেলো।

আমার সেই অযথা সময়ে তুমিই শুধালে-

বসব কি কাছে? করব কি ভাগাভাগি যা -আছে আমার, আর যা আছে তোমার?

অপলক দেখেছি-বিশ্বাসে,মায়ায়,মমতায়,প্রেমে এবং নিয়ে-দিয়ে শুরু করেছি ভালোবাসা-বাসীর গভীর খেলা।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ