বাহক

নাজমুল হোসেন নয়ন ২৭ জুন ২০২০, শনিবার, ০২:১৯:১৫অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

একজন ভিক্ষুক
রাস্তার মাথায় মাকড়সার জালে আটকে গেলো।

ঢেঁকির শব্দে ক্ষুধিত হৃদপিন্ডের স্পন্দন
কাঠগোলাপ হয়ে গেলো বেমালুম!

উটের গোলার মত লম্বা,
অনাহারী স্বর্গ বাসীরা ঝুলে আছে গন্ধম গাছের ডালে
মস্তিষ্কের উত্তপ্ত কল্পনার ফসল কি?
কবিতা?
প্রতি  রাতে অদ্ভুত  ক্ষুধারা
সিঁধকেটে  ডুকে পরে মস্তিষ্কের উঠানে।

আলাপ জমায় আদি পিতার
গন্ধম খেকো সে কোষেদের সাথে
যা গঙ্গা হয়ে বয়ে যায়
পৃথিবীর শেষ ক্ষুধিতার উদরে।

  1. ভিক্ষুকের আরতি তিন  তোলা বেয়ে এসে ধরে ফেলে আমায়। আমি তার কন্ঠে ক্ষুধার গন্ধ পাইনি।
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ