
উত্তাল তরঙ্গের বুক চিরে গুড় নদীর চেনা ঘাটে
আজও চলে খেয়ার তরী,
তবে তা মেশিন অ’লা।
দু’কূলে বুক চেতিয়ে আশাতীত রঙ করা দালান
দাঁড়িয়ে থাকলেও প্রকৃতির স্নিগ্ধতা
যথেষ্টই বিবর্ণ।
বছরের নির্দিষ্ট সময়ে হরেক দোকানের সমাহারে
সগৌরবে বসে মেলা, লোকও জমে প্রচুর
কিন্তু মিলে না যেন সেই সুঘ্রাণ।
কি জানি সত্যি কিনা সব!
নাকি বয়সের ভারে পঞ্চ ইন্দ্রিয় হারিয়েছে ধার
পাশে দাঁড়িয়ে থাকা কালের সাক্ষী ওই
বুড়ো বটগাছটার মতো!
তবু আমি বিদগ্ধ হৃদয় যেচে
তৃষ্ণার্ত দু’চোখে খুঁজি লকলকে দূর্বা ঘাসের আড়ে
খেলায় মেতে উঠা ক’টা ফুটফুটে দুষ্টু হাঁসের ছানা।
আর দীর্ঘ সময় অতিক্রম করার পরও তা পাই না বলে
ধুসর বালুকার মাঠে আছড়ে পড়ে অবশেষে –
’বাস্তুহারা এক ঘাস ফড়িং এর আশা!’
ছবিঃ নেট থেকে।
১৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আজ সবই ধুসর আবছায়া। নেই সেই উজ্জ্বল চলন্ত ঘাসফড়িং, নাচতে নাচতে এডাল থেকে অডালে যাবে দেখে চক্ষু জুড়াবে। কাব্য খুব ভাল লাগ্লো বোরহান ভাই।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম মজিবর ভাই!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ ভাই।
খাদিজাতুল কুবরা
মানুষের মন কখনো বৃদ্ধ হয়না। সে দুরন্ত কিশোরই রয়ে যায়। ক্ষয়ে যাওয়া সময় হয়তো প্রয়োজন মাফিক নাটকের মহড়া করিয়ে নেয় ঠিকই। কিন্তু মানুষ মনেমনে জীবন্ত ঘাসফড়িং। দৃষ্টি ঝাপসা হয়, উদ্যম কমে যায় হয়তো। তা বলে মনের চাওয়ার বদল হয়না।
ভালো লাগলো কবিতা
বোরহানুল ইসলাম লিটন
মূল্যবান মন্তব্য পেয়ে ভীষণ পরিতুষ্ট হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
রিতু জাহান
পৃথিবী থেকে বিলীন তো হয় ফিরে আসা সময় কিন্তু তা বিস্মৃতি হয় না জীবন থেকে।
গভীর ভাবনা,, ভালো লেগেছে।
শুভকামনা রইলো
বোরহানুল ইসলাম লিটন
অতিশয় তৃপ্ত হলাম আপু!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল অফুরাণ।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
আলমগীর সরকার লিটন
চমৎকার এক উপলব্ধিকার প্রকাশ কবি দা ভাল থাকবেন——-
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল কবিদা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
সৌবর্ণ বাঁধন
লেখার গভীরে এক ধরনের স্মৃতিকাতরতা আছে; হয়ত পঞ্চ ইন্দ্রিয় ও সময় দুইই বিবর্ণ হয় আসলে সময়ের নিয়মে। শুভকামনা।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্য অশেষ অনুপ্রাণিত হলাম!
কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
সময় অনেক কিছু বিবর্ণ করে দেয়। মানুষের সবুজ মন বেঁচে থাকার আশা জাগায়। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।