উত্তাল তরঙ্গের বুক চিরে গুড় নদীর চেনা ঘাটে
আজও চলে খেয়ার তরী,
তবে তা মেশিন অ’লা।
দু’কূলে বুক চেতিয়ে আশাতীত রঙ করা দালান
দাঁড়িয়ে থাকলেও প্রকৃতির স্নিগ্ধতা
যথেষ্টই বিবর্ণ।
বছরের নির্দিষ্ট সময়ে হরেক দোকানের সমাহারে
সগৌরবে বসে মেলা, লোকও জমে প্রচুর
কিন্তু মিলে না যেন সেই সুঘ্রাণ।

কি জানি সত্যি কিনা সব!
নাকি বয়সের ভারে পঞ্চ ইন্দ্রিয় হারিয়েছে ধার
পাশে দাঁড়িয়ে থাকা কালের সাক্ষী ওই
বুড়ো বটগাছটার মতো!

তবু আমি বিদগ্ধ হৃদয় যেচে
তৃষ্ণার্ত দু’চোখে খুঁজি লকলকে দূর্বা ঘাসের আড়ে
খেলায় মেতে উঠা ক’টা ফুটফুটে দুষ্টু হাঁসের ছানা।
আর দীর্ঘ সময় অতিক্রম করার পরও তা পাই না বলে
ধুসর বালুকার মাঠে আছড়ে পড়ে অবশেষে -
’বাস্তুহারা এক ঘাস ফড়িং এর আশা!’

ছবিঃ নেট থেকে।

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ