জীবনের বাস্তবতা মেনে নেয়া বড়ই কঠিন,
বাস্তবতাকে নিয়েই চলতে হয় নিত্য দিন।
জীবনের বাস্তবতা যে বড়ই নিষ্ঠুর,
জীবনকে করে তোলে ব্যাথায় ব্যাথাতুর।
প্রতিটি মুর্হুত সংঘর্ষ করে চলে হয়,
কেউ জানে না এর পরে কি হয়।
কোন সময় বিপদ এসে উত্থিত হয়,
মনের মাঝে সর্বদা সে ভয় উজ্জীবিত রয়।
বাস্তবতার বিপদ-সংকুল পথ চলতে হয়,
বাধা অতিক্রান্ত করলে জয় লাভ হয়।
বাস্তবতাকে নিয়ে আমাদের পথ চলা,
এরই মাঝে জড়িয়ে আছে জীবনের সব খেলা।
Thumbnails managed by ThumbPress
৮টি মন্তব্য
মৌনতা রিতু
জীবন মানেই সংঘাত এটা ঠিক। তবে এখানে আনন্দ ও সুখ ও অনেক।
মিজভী বাপ্পা
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য 🙂
নীলাঞ্জনা নীলা
এতো অনিয়মিত ভালো না। ভালো লেখা তো চাই আমরা সবাই তাই না?
লিখুন, পড়ুন এবং মন্তব্য করুন।
মিজভী বাপ্পা
আপু ব্যস্ততা আমাকে দেয় না অবসর। তাই আমাকে ভাববেন পর 🙁
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
বড়ই কঠিন বাস্তবতা
🙁
মিজভী বাপ্পা
জ্বী ভাউ 🙁
আবু খায়ের আনিছ
বাস্তবতার বাইরে গিয়ে কি কখনো সুখি হওয়া যায়? সুখের আপেক্ষিকতাও বাস্তবতায় নিহিত।
পড়ুন, লেখুন,মন্তব্য করে অন্নদের উৎসাহ দিন।
মিজভী বাপ্পা
সেরা লিখেছেন 🙂 ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য