ফার্মগেট থেকে ৪ নাম্বার বাস করে বাসায় ফিরছিলাম..
বাসের হেলপার ছোট একটি ছেলে
বয়স হবে ১০-১২ বছর !
আমি সিটে বসে ছিলাম
আমার ঠিক পাশেই দাঁড়িয়ে ছিল একটি ছেলে
দেখে বোঝা যায় ভার্সিটিতে পড়ে।
ছোট ছেলেটি (হেলপার) ঐ ছেলের কাছ থেকে ভাড়া চাইল
প্রথমে ছেলেটি চুপ করে থাকল
পরে ছেলেটি (হেলপার) আবার ভাড়া চাওয়ার সাথে সাথেই
ছেলেটি ঠাস করে হেলপার কে থাপ্পড় মারল।
অশ্লীল ভাষায় গালি দিয়ে বলল,
''বাইনচোদ, কয়বার ভাড়া দিমু তোরে" (!!!)
"ধিক সেইসব নামমাত্র শিক্ষিত জানোয়ারদের
যাদের মাঝে নুন্ন্যতম মানবতা বোধ নেই"
ওরা শিক্ষিত না, শিক্ষিত নামের অশিক্ষিত প্রেতাত্মা
Thumbnails managed by ThumbPress
১০টি মন্তব্য
প্রহেলিকা
hahahahaha. Haste baddho holam asole vai.
ব্লগার রাজু
ভাই দয়া করে হাসির কারণটা বলবেন ?
জিসান শা ইকরাম
এরা আসলেই কলংক সমাজের।
ব্লগার রাজু
জি ভাইয়া
বনলতা সেন
ভার্সিটিতে পড়লেই শিক্ষিত হওয়া যায় না
আর একবার প্রমাণিত হল।
ব্লগার রাজু
হুম ঠিক বলেছেন 🙂 (y)
স্বপ্ন নীলা
ওরা শিক্ষিত না, শিক্ষিত নামের অশিক্ষিত প্রেতাত্মা’’ ———– সম্পূর্ণ সহমত
ব্লগার রাজু
অনেক ধন্যবাদ 🙂 (y) -{@
নীলাঞ্জনা নীলা
একমত ভাই। এরা মানুষ নয়।
ব্লগার রাজু
ধন্যবাদ বোন 🙂 (y)