বাসন্তী পথটি ধরে

রেহানা বীথি ৪ মার্চ ২০২০, বুধবার, ১০:২৭:৫১পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

ওই হলুদ পথের ধারে
একদিন হেঁটে যেত ময়ূরীর দল
কানে তাদের সাগরপাড়ের ঝিনুকের দুল, ঝুঁটিতে ফুলের মুকুট।
কে যেন চেয়েছিল একবার
বলেছিল অপরূপ হতে চাই
ঝিনুকের দুল দাও, ফুলের মুকুট দাও
পরে নেবো কান আর ঝুঁটিতে।
রোজ যেমন আমি চেয়ে চেয়ে দেখি তোমাদের
দেখবে আমাকেও কেউ অমন।
আমাদের আঙিনায় কৃত্রিম সব
পুড়ে ছারখার বসন্তের রূপমাধুরী
দু'চোখে তৃষ্ণা নিয়ে দেখে না কেউ।
তোমাদের মতো হতে চাই, চাই বাসন্তীপথ
পথের দু'ধারে কুঁচিকুঁচি ফুল
শিশুর হাসির মতো ফুটে থাকে যেন
আমরা একসাথে হেঁটে যেতে চাই তোমাদের মতো
ওই বাসন্তী পথটি ধরে।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ