বালিয়াড়িতে জীবন যেমন

খাদিজাতুল কুবরা ২৫ জুন ২০২০, বৃহস্পতিবার, ০৮:০৫:১৫অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

সব মেয়ের মতো আমিও ছিলাম বাবার রাজকন্যা!
বাবা আদর করে ডাকতেন মুনিয়া
আবার কখনো মুন্না!

ছোট্ট বেলায় বাবা বলতেন রাজকুমারের সাথে বিয়ে দেবো তোর!
বাবার কথা আংশিক ফলেছিলো তার মৃত্যুর পর!
রাজকুমার নয়!স্বয়ং রাজা এলেন,
মস্তবড় রাজ্য তার!

নতুন রাজ্যে পা রেখে বুঝলুম ছিটেফোঁটা নেই মাটির পিত্রালয়!
দৃষ্টি সীমায় শুধু ধূ ধূ প্রান্তর বালিয়াড়িময়!
তাকিয়ে দেখলুম ফেরার পথ সঙ্গিন সম্মুখ গন্তব্যহীন।

নতুন শুরুটা ছিলো এভাবে ___
তপ্ত বালুতে হেঁটেছি দিনের বেলায়, মনে ছিলো চলার প্রত্যয়...
রাতে হিমাংকের নিচে গুটিশুটি মেরে থেকেছি ভোরের অপেক্ষায়...
বয়ে চলা সময়ের তালে চলতো পদদ্বয়!
ক্ষয়ে ক্ষয়ে নিঃসৃত হৃদয়!
জানতো কেবল পথের দাবীতে নিহত সুখ প্রণয়!

হাঁটতে হাঁটতে পৌঁছুলাম মরুভূমিতে...
সেথায় কাকতালীয় পরিচয় তোমার সাথে!
শুধালাম তুমি কে গো,এই বিরান পথে...?
তুমি বললেঃ
আমায় চিনলে না, আমি নাইটিঙ্গেল!
শুনবে আমার গান!
আমার তৃষিত প্রাণ নেচে উঠেছিলো অনুক্ষণ!
বললুমঃ
আচ্ছা! দেখি কেমন গাও!
তোমার সুললিত গান ভুলিয়ে দিয়েছিলো সকল ক্ষরণ!
বিগত পথের দহন!

আবেশিত আমি ঘুমিয়ে পড়েছিলুম,
ঘুমের ঘোরে স্বপ্নে দেখলুম আমাদের দারুণ প্রেম!
ঘুমিয়ে পড়া আর ঘুম ভাঙ্গার একই নিয়ম।
তোমায় খুঁজলুম!
কাঁদলুম!
সাধলুম লাভ হলো না!
সময় জানান দিলো আমরা শুধুই পথিক ছিলুম।

সে যা-ই হোক আমি তো প্রেমে পড়েছিলুম!
বালিরাশির আলেয়া ভেবে আমার প্রেমকে পেছনে ফেলে আমি অগ্রসর হলুম!

মনকে প্রবোধ দিলুম __
মরুর পথও একদিন শেষ হয়...
তাই আর দুঃখ বিলাস নয়! কষ্টের সৃষ্টি নয়!
চলতে চলতে জানি পৌঁছে যাবো বালিয়াড়ির সীমানায়।

যেথায় নদীতট সবুজ বনভূমি আমার অপেক্ষায়...!
প্রকৃতির সৌন্দর্যের কাছে গৌন পার্থিব ঐশ্বর্য!
নিজেকে আবিষ্কার করবো....
নৈসর্গিক প্রকৃতির উদারতায়....!
কবিতার পঙক্তি লিখবো নতুন বারতায়...!

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ