- আকাশটা ঘন মেঘে /ডেকে আছে কভু রে
ডেকে আছে কভু,
নদীনালা খালে বিলে / জলে থৈথৈ তবু রে
জলে থৈথৈ তবু।
- বারিধারা অবিরাম / চলে শুধু চলে রে
চলে শুধু চলে,
কদম কেয়া ফুলকে / বর্ষা রানি বলে রে
বর্ষা রানি বলে।
- দেয়ার ডাকে সবাই / ঘরে মধ্যে থাকে রে
ঘরে মধ্যে থাকে,
ময়ূর নাচের সদা / পুচ্ছ লুকে রাখে রে
পুচ্ছ লুকে রাখে।
- বৃষ্টির দিনে ব্যাঙের/ মনোরম হাঁকে রে
মনোরম হাঁকে,
ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙে / মন খুলে ডাকে রে
মন খুলে ডাকে।
- কচুরিপানা জলে /জলে সদা ভাসে রে
জলে সদা ভাসে,
নদীনালা খালে বিলে / নানা দব্য আসে রে
নানা দব্য আসে।
রচনাকালঃ
১২/০৭/২০২১
- ৮+৭/৬ (বিশাখ পয়রা)
২৩১জন
১৭৭জন
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।
মোঃ মজিবর রহমান
এই কাব্য আমার প্রথম পড়লাম অপুর্ব ভাই।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত।।
সুস্থ থাকুন সদা।।।
অনন্য অর্ণব
চমৎকার ছন্দের অন্ত্যমিল । শুভকামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
হালিমা আক্তার
চমৎকার কবিতা। শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।