বারিধারা

জাহাঙ্গীর আলম অপূর্ব ৮ অক্টোবর ২০২১, শুক্রবার, ০৫:১১:৪৯অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
  • আকাশটা ঘন মেঘে /ডেকে আছে কভু রে
    ডেকে আছে কভু,  
    নদীনালা খালে বিলে / জলে থৈথৈ তবু রে
    জলে থৈথৈ তবু।
  • বারিধারা অবিরাম / চলে শুধু চলে রে
    চলে শুধু চলে,
    কদম কেয়া ফুলকে / বর্ষা রানি বলে রে
    বর্ষা রানি বলে।
  • দেয়ার ডাকে সবাই / ঘরে মধ্যে থাকে রে
    ঘরে মধ্যে থাকে,
    ময়ূর নাচের সদা / পুচ্ছ লুকে রাখে রে
    পুচ্ছ লুকে রাখে।
  • বৃষ্টির দিনে ব্যাঙের/ মনোরম হাঁকে রে
    মনোরম হাঁকে,
    ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙে / মন খুলে ডাকে রে
    মন খুলে ডাকে।
  • কচুরিপানা জলে /জলে সদা ভাসে রে
    জলে সদা ভাসে,
    নদীনালা খালে বিলে / নানা দব্য আসে রে
    নানা দব্য আসে।


  • রচনাকালঃ
    ১২/০৭/২০২১
  • ৮+৭/৬ (বিশাখ পয়রা)
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ