
রোজ রোজ নিয়ম করে বেলা গড়িয়ে সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরেন বাবা।
আধো অন্ধকারে আমি বাবার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি। “হায় রে বাবা”
সেই কবেই আমার বাবাটাকে বার্ধক্য চেপে বসেছে। তার দিকে একটু ও হুঁশ নাই, সংসারের চাহিদা মেটাতেই যে খুবই ব্যস্ত ওনি।
প্রতি ঈদে সবার জন্য নতুন নতুন জামা কাপড় জোটে। কিন্তু দেখা যায় শেষে বাবাটার কপালে কিছুই জোটে না। সেলাই করা পাঞ্জাবি দিয়ে কাটিয়ে দিয়েছে বেশ কিছু বছর। তবুও বাবাটা একগাল হেসে বলে তোমরা এবার নেয়, আমি না হয় পরের বছর নিব।
বেলা গড়িয়ে সন্ধ্যা হল কিনা? বাবাটা আর এখন বাড়ির বাহিরে একদম যায় না, “আমি ভুল বললাম ” না
আমার বাবাটা এখন আর দাঁড়াতেই পারে না।সংসারে সকলের চাহিদা মিটাতে বড্ড ক্লান্ত, বিছানায় সারাক্ষণ শুয়ে থাকে। বেশ কিছুদিন হল প্যারালাইসিসে আমার বাবাটার সব কিছু অবশ হয়ে গেছে। বাবাটা এখন আর কথা বলতে পারে না, অসহায় দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে। বাবাটা যেন কি বলতে চায়!
“আহারে বাবা”
বাবাটার দিকে এখন আর তাকাতে পারি না বড্ড ভয় লাগে “বাবাকে হারানোর ভয়”। ভাবতেই বুকটা কি রকম কেঁপে ওঠে। শরীরটা শিউরে ওঠে। আমার হৃদপিণ্ডটা নাড়া দিয়ে ওঠে। তবুও ত বেলা শেষে বাড়ি এসে বাবার মুখটা দেখতে পাই।
” হায় রে বাবা”—-
১০টি মন্তব্য
রেজওয়ানা কবির
বাবা শব্দটাই গভীর। ইনশাআল্লাহ ভালো থাকুক,সুস্থ থাকুক আপনার বাবা।
মুহাম্মাদ মাসুদ
বাবা হলো আশা আকাঙ্খা, ভরসার খুঁটি। এ খুঁটি একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না।
লেখাটি কবিতা বিভাগে পোষ্ট না করে একান্ত অনুভূতি বা অণুগল্প পোষ্ট করলে ভালো হতো।
মোহাম্মদ মামুন
ধন্যবাদ
ফয়জুল মহী
সুন্দর ,মুগ্ধকর লেখা।।
আলমগীর সরকার লিটন
বাবার প্রতি আমরা অবহেলায় থাকি অবশেষে চোখে জলছাড়া আর কিছু থাকেন- যাক
বাবা প্রতি অনেক দোয়া ও বিনম্র শ্রদ্ধা জানাই
মোহাম্মদ মামুন
অবিরাম ভালবাসা প্রিয়
সুপর্ণা ফাল্গুনী
সব বাবারাই এমন , নিজের শখ আহ্লাদ দেখে না, পরিবারের সদস্যদের সুখ দেয়াটাই তাদের বড় সুখ মনে করে। আপনার বাবার জন্য শুভকামনা রইলো। বাবা চলে গেলে আর কেউ এভাবে আগলে রাখবে না, আশ্রয় দেয় না। শুভ কামনা রইলো অহর্নিশি
মোঃ খুরশীদ আলম
পৃথিবীর সব বাবাকে আল্লাহ সুখে রাখুন। সেই সাথে সন্তাদেরকে বাবার মর্যাদা বুঝে কাজ করার তাওফিক দিন। বাবা আসলেই একটা বটগাছ। যার নাই সে বুঝে।
আরজু মুক্তা
বাবারা সব থাক
সুরাইয়া পারভীন
ভালো থাকুক পৃথিবীর সমস্ত বাবা’রা
বেঁচে থাকুক বাবা নামের বটবৃক্ষের ছায়া