বাবা

ফারজানা তৈয়ূব ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার, ১০:২৩:২৬অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

পৃথিবীতে জন্ম নিয়ে দেখেছি মায়ের মুখ

কান্না পেলেই আদরে বাবা ভরিয়ে দিতো বুক।

আমার হাসি আমার খুশি বাবার চোখের মণি

আমাকে বাবা আদর করে ডাকতো মামনি।

আমার আবদার, আমার আহ্লাদ মায়ের বকুনি

বাবা মাকে ধমক দিয়ে থামিয়ে দিতেন তখনি।

স্কুলে যখন ভর্তি হলাম

বাবার কোলে বসে স্কুলে যেতাম।

জীবনে যত আবদার করেছি সবই বাবা পূর্ণ করেছে হাসিমুখে ।

কখনোয় তিনি বুঝতে দেননি হাজার অভাবে,দুঃখে।

আমার যেদিন বিয়ে হলো বাবার প্রেসার ২০০ হলো।

চোখে তার পানি আর মুখে ছিল হাসি

বললো, মাগো তোকে যে বড্ড ভালোবাসি।

আমার যেদিন ছেলে হলো

বাবা বললেন, আমার আদরে ভাগ বসালো।

এতো আদর ভালোবাসা,এতো স্নেহ- মায়া

বটবৃক্ষ বাবা তুমি, আমার  আসল ছায়া।

 

বাবা

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ