বাবা

আরজু মুক্তা ২০ জুন ২০২১, রবিবার, ১২:২৭:৩৬পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

বাবা নামটি বোঝাতে
বারবার সেলাই করা শার্টটি
দেখিয়ে যিনি বলতেন
এটা নতুন আছে ।
তিনিই বাবা !!

বারবার মেরামত করা
স্যান্ডেল পরে ,
যিনি বলতেন :
সামনের হাটে কিনবো ,
তিনিই বাবা !!

শত মাইল হেঁটেও
যিনি বলতেন
পা ব্যথা করছেনা।
তিনিই বাবা !!

যার কাছে অধিক দূরত্ব
খুব নিকট লাগতো
তিনিই বাবা !!

শত ফুটো ফুটো গেন্জি
যিনি একটি শার্ট দিয়ে ঢাকতেন
তিনিই বাবা !!

খাবার খারাপ দেখে
যিনি বলতেন কাঁদিসনা
সামনের হাটে মাথা কিনবো
তিনিই বাবা !!

শতেক তালির ছাতাটা
যেটা তাঁকে রোদ থেকে বাঁচাতো
তিনিই বাবা!!

হাট থেকে সস্তা দরে
জিনিস কিনে যে বলতো
খেয়ে দেখ,খুব মজা
তিনিই বাবা !!

বাবারা এমনিই !!

★ সব বাবারা ভালো থাকুক।

 

 

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ