প্রিয় বাবা,
কি লিখবো তোমাকে নিয়ে বুঝে উঠতে পারছি না। আসলে কোনো কিছু লিখেই শেষ করতে পারবো না। আমার কোনো আবদার তুমি অপূর্ণ রাখো নি। কিন্তু তোমার কোনো কথা আমি রাখতে পেরেছি কিনা জানি না!!
হয়তো কখনো তোমাকে মুখে বলা হয়নি- "বাবা, তোমাকে অনেক ভালোবাসি"; কিন্তু আমি জানি তুমি বোঝো তোমাকে কতটা ভালোবাসি।
তোমাকে ভালোবাসতে বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মূহুর্ত তোমাকে ভালোবাসি আর আমার শেষ নিশ্বাস পর্যন্ত তোমাকে ভালোবেসে যেতে চাই।
তবুও আজকের দিনটাতে শুভেচ্ছা জানাতে চাই তোমাকে।
বাবা, তোমাকে বাবা দিবসের শুভেচ্ছা!! ☺
U r my super hero...
অনেক ভালোবাসি বাবা, তোমাকে!!! ☺
Thumbnails managed by ThumbPress
৪টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আপনি বলছেন আপনার বাবা শুনবেন যাদের বাবা নেই তারা কাকে জানাবেন শুভেচ্ছা।তাদের জন্য রইল স্রষ্টার কাছে পরকালে ভাল রাখার কামনা। -{@
আবু খায়ের আনিছ
বাবার প্রতি রইল ভালোবাসা। শুভ কামনা
ইঞ্জা
বাবার প্রতি শুভেচ্ছা ও শুভকামনা।
নীলাঞ্জনা নীলা
বাবার জন্য ভালোবাসা।