বাবা এই দুটো অক্ষর মিলে যে শব্দটির সৃষ্টি হয়েছে, তার তুলনা আর কোনো শব্দের সাথেই করা যায়না। আমাদের জীবনে নিঃস্বার্থ স্নেহের একটিই স্থান, আর সে হলো আমাদের বাবা-মা। কথায় আছে মেয়েদের সাথে বাবাদের বেশী টান। আর মেয়েদের জীবনের একমাত্র নিরাপদ জায়গাও হলো বাবার বুক। ভালোবাসা আমরা বিভিন্নভাবে পেয়ে যাই। কিন্তু স্নেহের আশ্রয় একটাই। বাবা-মা আমাদের জীবনের বটবৃক্ষ। ঝড় এলে আশ্রয় দেয়, প্রচন্ড উত্তাপে ছায়া দেয়। কি আর বলবো বাবাদের নিয়ে!
আমার বাপি, যার আঙুল ধরে প্রথম স্কুলে যাওয়া। যার প্রচুর বকুনি, পিটুনি খাবার পরে নিশ্চিন্তে আবারও সেই বুকেই ঝাঁপিয়ে পড়া। আমার অল্প একটু মাথা ব্যথায় চুপ করে বসে থাকলে দৌঁড় ডাক্তারের কাছে। টনসিলে কথা বলা বন্ধ, খাওয়া একেবারেই না। শুধু জাউ ভাত খেয়ে তিনটি মাস, একা শুধু আমি না। সাথে বাপি-মামনি দুজনেই। বাপির সাইকেলে করে বাজারে যাওয়া। একবার মনে আছে বাপি মাছ বাজারে গেছে, আমি লাড়ু কাকুর দোকানে বসা। বাপি আর ফিরে আসছে না। বুকের ভেতর ব্যথা, কাঁদতেও পারছিনা। শুধু বললাম, কাকু বাপি আসছে না কেন? যখন বাপি এলো জলহীন কান্না। আমার শৈশব জুড়ে বাপির সাথে এমন অনেক সময়। কোথাও বেড়াতে গেলে ঘুমিয়ে পড়তাম বাসায় ফেরার সময়, বাপি কোলে করে নিয়ে আসতো। এতো বেশী নাদুস-নুদুস ছিলাম আমি, কেউ পারতো না কোলে নিতে। বড়ো হলাম বন্ধুদের সাথে সময় কাটানো, কতো মানুষ কতো কথা বলেছে। বাপি আমার উপর বিশ্বাস রেখেছিলো। আমার প্রতিটি সিদ্ধান্তকে আপন করে নিতো বাপি। কেন যে এতো বিশ্বাস আমি এখনও ভেবে পাইনা। আজও বন্ধুরা বলে আমার বাবার মতো বাবা খুব কমই আছে। বাবা-মেয়ে না, যেনো অসমবয়সী বন্ধু। ঢাকা থেকে বাপির জন্য রুমাল কিনে আনতাম, কি যে খুশী! এসেই বলতাম রুমাল দিলে ঝগড়া হয়, এক টাকা দাও। হেসে ফেলতো। কলকাতা গেলেই শপিং মল নয়, কলেজ স্ট্রীটে সবচেয়ে বেশী সময় কাটানো হতো। বাপি আমার হাতে টাকা গুঁজে দিয়ে বলতো, "বই কিনিস।" বাসায় ফিরে দেখতাম আমার জন্য শাড়ী-জামা কেনা হয়েছে। এমন একটি পরিবারের অংশ আমি, যেখানে আপন-পর কোনোদিন শেখানো হয়নি। রক্তের জনই যে শুধু আপন, তা নয়। যারা পাশে থেকে ছায়া দেয়, তারাই সবচেয়ে আপন। কতোগুলো উপদেশ আজও মেনে চলি,
১)কখনও কারো পেছনে সমালোচনা করিস না। সামনে বলার পর যদি না থাকে তাহলে বুঝবি তোর জীবনের জন্য সে ঠিক মানুষ না।
২)সবসময় সত্যি বলিস। মিথ্যে বলতে যাস না, সত্যিকারের ভালোবাসা হারিয়ে ফেলবি।
পৃথিবীতে সব বাবারাই তাঁদের নিজেদের সন্তানদের ভালোবাসেন। কিন্তু আমি জানিনা আমার বাপির মতো নাকি! মুখ খুলে না বলেও পেয়ে গেছি যা চাই। যার সাথে প্রচুর গল্প হতো একসময়। আজ কথা বললেও অর্ধেক কথাই বুঝতে পারিনা। তাই খুব অভিমান, আমি নাকি অবহেলা দেই শুধু। আজ সকালে ঘুম থেকে উঠেই ফোন দিলাম। বললাম তোমার হেমন্ত মুখোপাধ্যায়ের গান শোনো। গান ছাড়লাম। বললো, "অতো দু:খের গান কেনে?" তারপর ছাড়লাম "সুরের আকাশে" বাপির সবচেয়ে প্রিয় গান। ওদিকে শুনতে পাচ্ছিলাম বাপির গুনগুন। ছেলে তীর্থকে বললাম তাড়াতাড়ি রেকর্ড কর। সেটাই করলাম। যে বাপির গানের গলা অদ্ভূত সুন্দর ছিলো, সেই মানুষটি আজ কথা বলতে গেলে অস্পষ্ট শোনা যায়। স্মৃতির ভান্ডারকে সমৃদ্ধ করতে এই উদ্যোগ। বাপির গল্প ফুরাবার নয়। ৪২ বছরের জীবন কি একটি পোষ্টে কুলোয়? নাহ! বাপি তোমাকে অনেক ভালোবাসি। অনেক। বাপির কন্ঠে গানটি শুনুন এখানে।
আজ অনেক সন্তান আছে, যাদের পিতা নেই। আমি জানিনা বাবাহীন জীবন কেমন, কিন্তু অনুভব করি তাদের যন্ত্রণা। আমি এখনও ভাবতে পারিনা মামনি-বাপিকে ছাড়া। ঈশ্বরকে জিজ্ঞাসা করি যখন বাবা-মায়েদের প্রয়োজন তাদের সন্তানদের, তখন কেন সন্তানেরা পাশে থাকেনা? কেন পারিনা থাকতে? এই যে কতো আনন্দ করি, আমাদের ছেড়ে তারা কখনোও আনন্দ করেছে কি? উত্তর তার, 'না।' আমরা বেশীরভাগ সন্তানেরা বড়ো স্বার্থপর, তাঁদের প্রয়োজনটার চেয়ে নিজেদের চাওয়াটাকে আগে দেখি। পৃথিবীর সকল সন্তানদের অনুভূতি জাগ্রত হোক, বাবা দিবসে এটাই প্রার্থনা ঈশ্বরের কাছে। আর পৃথিবীর সকল বাবাদের জন্য শুভকামনা।
জন্মের রক্তঋণ
রক্ত প্রবহমান। এ সত্যের কাছে প্রজন্ম ঋণী।
যে সময়ের কাছে বন্দী নয় আমাদের জীবন,
যেখানে নেচে উঠতে পারে সমস্ত আবেগ
বয়সের বাধায় থেমে থাকেনা কিছুই।
আমাদের শিশুবেলা এবং কৈশোর থার্মোমিটারের পারদের মতো ওঠানামা করে
বাস্তব কাঠিন্যে।
তাবৎ পুরুষের বিষে যখন নারীত্বের অপমৃত্যু হয়,
বহু নারীদের ছলনায় যখন পুরুষের মধ্যে অবিশ্বাস জন্ম নেয়।
শুধু এক জায়গাতেই তো নারী-পুরুষ একাকার---
"ওঁ পিতা স্বর্গঃ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপঃ।।"
"জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী।।"
বিপন্ন জীবনের স্নেহাশ্রয় মায়ের জঠর, বাবার কোল।
পৃথিবীর বুকে একেকটি প্রজন্মের প্রথম পরিচয়;
এবং এখানেই নতজানু আমরা এই দুজন মানুষের কাছে।
হ্যামিল্টন, কানাডা
১৮ জুন, ২০১৬ ইং।
Thumbnails managed by ThumbPress
২৬টি মন্তব্য
ইনজা
বাবাকে আমি কোন ভাষায় প্রকাশ করতে পারিনা, আমি বুঝি বাবাকে একটি দিবসে নয় শুধু, আমার শত জনমেও শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে উনার ঋণ শোধ করতে পারবোনা।
নীলাঞ্জনা নীলা
ঠিক কথা বাবার জন্যে শুধু একটি দিন নয়। আমাদের বাবা-মায়ের জন্যে ভালোবাসা প্রতিদিন, প্রতিক্ষণ।
ভালো থাকুন।
জিসান শা ইকরাম
বাবা দিবসে সকল বাবাকে শুভেচ্ছা। নিশ্চিন্ত একটি আস্রয়ের নাম বাবা। বাবাহীন জীবনে বুঝতে পারছি এখন, মাথার উপরে একটি ছাদ নেই।
খুবই ভাল লেগেছে লেখাম বাবাকে নিয়ে তোমার আবেগ উচ্ছাস প্রকাশ পেয়েছে লেখায়। গানটি লেখায় ভিন্ন মাত্রা এনে দিয়েছে।
শুভ কামনা।
নীলাঞ্জনা নীলা
নানা এ এমন একটি আশ্রয় যেখানে নিরাপত্তা পাওয়া যায় বিনা শর্তে।
বাপি-মামনি আত্মা আমার।
ভালো থেকো নানা। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বাবা দিবসে সকল জীবিত সকল বাবাকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা রইল এবং পরলোকগত সকল বাবারা যাতে পরপারে ভাল থাকেন এই কামনা করছি।সাথে এই টুকুই বলব বেচে থাকা পিতা জীবনের একটি শক্ত ভিত।আপনার বাবাকে জানাই প্রণাম।
নীলাঞ্জনা নীলা
মনির ভাই ঠিক বলেছেন বাবা-মা জীবনের শক্ত ভিত্তি।
ভালো থাকুন সবসময়।
আবু খায়ের আনিছ
সহজ ভাষায় বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা।
নীলাঞ্জনা নীলা
আনিছ ভাইয়া সতত ভালো থাকুন বাবা-মায়ের স্নেহের ছায়ায়।
আবু খায়ের আনিছ
বৃক্ষহীন পথে হাটতে গিয়েই বোঝা যায় বৃক্ষের কি প্রয়োজন।
শুভেচ্ছা আপু।
নীলাঞ্জনা নীলা
আনিছ ভাই এতো সুন্দর উপমা সাজিয়ে বললেন, খুব ভালো লাগলো।
মামুন
আপনার বাবার গাওয়া গানটি শুনলাম।
তার প্রদত্ত উপদেশ দুটি পড়লাম।
একজন বাবার সম্পর্কে লেখা আসলে কখনোই লেখে শেষ করা যায় না।
দুই পারের সকল বাবারা ভাল থাকুন।
নীলাঞ্জনা নীলা
খুব সুন্দর বললেন দুই পারের বাবারা ভালো থাকুন।
আপনিও ভালো থাকুন বাবা-মায়ের স্নেহের ছায়ায়।
ব্লগার সজীব
আপনার বাবা সম্পর্কে লেখাটি পড়ে অদ্ভুৎ ভাললাগায় মন পুর্ন হলো দিদি। বাবা দিবসে সকল বাবাদের প্রতি শ্রদ্ধা জানাই।
নীলাঞ্জনা নীলা
ভাভু বাইয়া পৃথিবীতে আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। শুধু একটাই চাওয়া নিয়ে চলছি ওদেরকে আমার কাছে নিয়ে আসার।
জানিনা ঈশ্বর কি করে!
আপনার বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা।
ব্লগার সজীব
আল্লাহ্ আপনার ইচ্ছে পূর্ন করুক, এই কামনা করি।
নীলাঞ্জনা নীলা
আবেগাপ্লুত হয়ে গেলাম ভাইয়া।
নাসির সারওয়ার
পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে। কিন্তু খারাপ বাবা নাই একটাও।
অনেক ভাল প্রকাশ বাবার জন্য। ভালো থাকুন।
নীলাঞ্জনা নীলা
ভাইয়ূ অসম্ভব সুন্দর একটি কথা।
খারাপ বাবা নেই।
তবে আজকাল খারাপ বাবাদের সংখ্যা বেড়েছে। আমার ভাগ্য ভালো বাবা পেয়েছি।
অনেক অনেক ভালো থাকুন আপনি।
মারজানা ফেরদৌস রুবা
বাবাদের অনুভূতি অন্যরকম। বাবা বটবৃক্ষ। বাবা মানেই মাথার উপরে ছাতা। বাবা মানেই পরিবারের জন্য সব নিংড়ে দিয়ে নিজের জন্য তেমন কিছু না রাখা।
দুনিয়ার সকলে বাবাদের শ্রদ্ধা। দোয়া করি আপনার বাবা সুস্থ দেহে দীর্ঘকাল বেঁচে থাকুন।
নীলাঞ্জনা নীলা
ঠিক বলেছেন আপু। বাবা মানেই বটবৃক্ষ।
সকল বাবারা ভালো থাকুক।
আপু বাবা-মায়ের স্নেহের আলোয় জীবন আপনার আলোকিত হোক।
লীলাবতী
আপনার বাবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি দিদি। ভাল থাকুক সকল বাবা।
নীলাঞ্জনা নীলা
ভালো থাকুক সকল বাবা। 🙂
ছাইরাছ হেলাল
আপনার বাবার প্রতি শ্রদ্ধা,
তার শিক্ষা আমাদের যাপিত জীবনের অঙ্গিকার হোক এ কামনা করি, দেরি করে হলেও।
নীলাঞ্জনা নীলা
অনেক অনেক ধন্যবাদ। 🙂
মৌনতা রিতু
কিছু লিখব না। গানটা শুনলাম। মনটা ভরে গেল। বাবারা ভাল থাকুক। তাদের দেওয়া শিক্ষা নিয়ে জীবন গড়ি।
নীলাঞ্জনা নীলা
আপু বাপিকে বলিনি তার গান যে এখানে দিয়েছি।
আজ বলে দেবো। নিশ্চিত খুশী হবে।
ভালো থাকুন আপু। আর নিজের শরীরের দিকে খেয়াল নেবেন।