পৃথিবীর সকল বাবাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
বাবা, নিজেই যেন একটি পৃথিবী।পরম সুখের ঠিকানা।চাওয়া– পাওয়ার আস্তানা। কিন্তু যার বাবা নেই, সেই কেবল বুঝে কি নেই তার কাছে? দারুন ভাল লাগা। এক কথায় চমৎকার উপস্থাপন।
দারুন কিছু কথা বলেছেন যা খুব কষ্ট ও বেদনার। এখন বাবা হয়েছি। অনেকদিন গ্রামে থাকার পর যখন আসি। গাড়ি ঘরের সামনে চলে এসেছে। ঢাকা কোচ। ডাকছে! আর ছেলে দুই পা ধরে কাঁদছে। জোর করেই চলে আসলাম। মনে কষ্ট ও ভাল বাসা নিয়েই।
পরে ছেলে আম্মু বলেছে, ”তুমি আমাকে জোর করে আনলে কেন? আমি আব্বুকে যেতে দিতাম না। ।” জানিনা কতদিন পর যাব। আল্লাহ সহায় হোক কামনা করি।
আমিও বাবামা দুইজনকেই হারিয়েছি। রাব্বির হামহুম্মা কামা রাবিই ইয়ানি সাগিরা। এই দোয়ায় আল্লাহ কবরের সকল বাবামাকে সব আজাব থেকে মুক্ত রেখ। কিয়ামতের আগপর্যন্ত। আমীন।
শুভ জন্মদিন এর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। বাবাহীন প্রথম জন্মদিন এটা খুবই কষ্টের। উনি ওপারে ভালো থাকুন আর আপনার জন্য অবশ্যই তার দোয়া , শুভ কামনা থাকবে। বাবা হলো সুখাশ্রম -খুব ভালো বলেছেন। ভালো থাকবেন সবসময়।
১৯টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
আপনার বাবার প্রতি অনেক দোয়া ও শ্রদ্ধা জানাই
নাজমুল হুদা
ধন্যবাদ দাদা 😍
উর্বশী
পৃথিবীর সকল বাবাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
বাবা, নিজেই যেন একটি পৃথিবী।পরম সুখের ঠিকানা।চাওয়া– পাওয়ার আস্তানা। কিন্তু যার বাবা নেই, সেই কেবল বুঝে কি নেই তার কাছে? দারুন ভাল লাগা। এক কথায় চমৎকার উপস্থাপন।
নাজমুল হুদা
আপু ভালো থাকবেন সবসময়। ❤
মোঃ মজিবর রহমান
প্রথমেই শুভেচ্ছা জন্মদিনের।
দারুন কিছু কথা বলেছেন যা খুব কষ্ট ও বেদনার। এখন বাবা হয়েছি। অনেকদিন গ্রামে থাকার পর যখন আসি। গাড়ি ঘরের সামনে চলে এসেছে। ঢাকা কোচ। ডাকছে! আর ছেলে দুই পা ধরে কাঁদছে। জোর করেই চলে আসলাম। মনে কষ্ট ও ভাল বাসা নিয়েই।
পরে ছেলে আম্মু বলেছে, ”তুমি আমাকে জোর করে আনলে কেন? আমি আব্বুকে যেতে দিতাম না। ।” জানিনা কতদিন পর যাব। আল্লাহ সহায় হোক কামনা করি।
আমিও বাবামা দুইজনকেই হারিয়েছি। রাব্বির হামহুম্মা কামা রাবিই ইয়ানি সাগিরা। এই দোয়ায় আল্লাহ কবরের সকল বাবামাকে সব আজাব থেকে মুক্ত রেখ। কিয়ামতের আগপর্যন্ত। আমীন।
নাজমুল হুদা
ভাইয়া পৃথিবীর সকল সন্তানেরা ভালো থাকুক সবসময়। আপনিও ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
আল্লাহ সহায় ভাই।
ফয়জুল মহী
প্রীতিজনক ও স্নিগ্ধোজ্জ্বল লেখনী
নাজমুল হুদা
ধন্যবাদ ভাই 😍
আরজু মুক্তা
এটা পড়ে কান্না আসলো। বাবা না থাকলে বোঝা যায় কি নাই!
ভালো থাকুন ওপারে।
নাজমুল হুদা
আপু সত্যি একটা আবেগ নাড়া দেয়। আমি বারবার পড়ি এবং যেন চোখের সামনে সব ভাসছে। চোখের জলে কবিতাটি স্বার্থক ❤।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময় 😍
প্রদীপ চক্রবর্তী
পৃথিবীর সকল বাবারা ভালো থাকুক।
আপনার বাবার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদা 😍
সুপর্ণা ফাল্গুনী
শুভ জন্মদিন এর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। বাবাহীন প্রথম জন্মদিন এটা খুবই কষ্টের। উনি ওপারে ভালো থাকুন আর আপনার জন্য অবশ্যই তার দোয়া , শুভ কামনা থাকবে। বাবা হলো সুখাশ্রম -খুব ভালো বলেছেন। ভালো থাকবেন সবসময়।
নাজমুল হুদা
হ্যাঁ, আপু বাবারা সুখাশ্রম।
ভালো থাকবেন সবসময় 😍
রেহানা বীথি
চোখ ভিজে গেল। আর কিছু বলতে পারছি না।
নাজমুল হুদা
আপু, সত্যিই লেখাটি অনেক আবেগপ্রবণ করে তুলে। আমি পড়ি আর যেন দেখি চোখের সামনে সব ভেসে আছে। চোখের জলে কবিতাটি স্বার্থক।
সুস্থ থাকবেন সবসময় 💖
তৌহিদ
যার বাবা নেই তার মাথার উপরে ছাদ নেই। এই বেদনার অনুভূতি লিখে প্রকাশ করা অসম্ভব।
ভালো থেকো ভাই।
নাজমুল হুদা
ভাইয়া আপনিও ভালো থাকবেন সবসময়। 💖