
আমাদের বাবা অনেকটা পাথরের মত; ক্ষয়ে যায় কিন্তু বোঝা যায় না।
আমাদের বাবা অনেকটা সাগরের মত; যার গভীরতা পরিমাপ করা যায় না।
আমাদের বাবা অনেকটা হাসনাহেনার মতো; যার সুরভি সহজে পাওয়া যায় না।
আমাদের বাবা অনেকটা বটগাছটার মতো; সারা জীবন ধরে ছায়া দিয়ে যায়।
আমাদের বাবা অনেকটা ক্রীতদাসের মতো; নিভৃতে প্রতিটা সেবা করে যায়।
আমাদের বাবা অনেকটা পাখির মতো; উপার্জিত খাবার মুখে তুলে খাওয়ায়।
আমাদের বাবা অনেকটা বোকার মতো; সহজ কিছু সহজে বুঝে না।
আমাদের বাবা অনেকটা নির্বোধের মতো; অনেক কিছু বুঝেও বুঝতে চায় না ।
আমাদের বাবা অনেকটা পাগলের মতো; যে নিজের ভালোটা ভালভাবে বুঝে না।
আমাদের বাবা অনেকটা জল্লাদের মতো; যে কিনা সকল শখের গলায় ফাঁসির দড়ি চড়াই।
আমাদের বাবা অনেকটা অনেক কিছুর মতো; যার অস্তিত্ব খুঁজে বুঝে ওঠা যায় না।
আমাদের পিতার তিলেধরা পাঞ্জাবীটা অনেকটা ইতিহাস খচিত মানচিত্রের মত; যার প্রতিটা ফোঁটা এক একটা ঘটনার ঐতিহাসিক সাক্ষী।
১৭/০৩/২০১৯ খ্রিঃ
২০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বাহ চমৎকার অনেক বাবার প্রতি অনেক বিনম্র শ্রদ্ধা জানাই কবি দা
নিরব সাগর
ধন্যবাদ প্রিয় কবি দাদা
শামীম চৌধুরী
বাবারা এমনই হয়। একমাত্র বাবারাই পারেন সন্তানদের জন্য জীবন বিলেয়ে দিতে। ভাল লিখেছেন।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়জন
রোকসানা খন্দকার রুকু।
আমাদের পিতার তিলেধরা পাঞ্জাবীটা অনেকটা ইতিহাস খচিত মানচিত্রের মত; যার প্রতিটা ফোঁটা এক একটা ঘটনার ঐতিহাসিক সাক্ষী।****
একদম সত্যি কথা ভাই। সেই তিলেধরা পান্জাবী না ছেঁড়া পর্যন্ত পড়তেই থাকে।
শুভ কামনা॥
নিরব সাগর
মানচিত্র তো এমন জিনিসই হয় প্রিয়
রেজওয়ানা কবির
বাবারা সবার সেরা।বাবাদের কোন তুলনা হয় না।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
আরজু মুক্তা
বাবারা এমনি।
সব বাবারা ভালো থাক।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
ফয়জুল মহী
নন্দিত অনুভূতি চলনসই প্রকাশ
নিরব সাগর
ভালবাসা নিবেন প্রিয়
সুপর্ণা ফাল্গুনী
বাবাদের নিয়ে চমৎকার কবিতা লিখেছেন। ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
নিরব সাগর
ভালবাসা নিবেন প্রিয়
খাদিজাতুল কুবরা
বাবাকে লিখে শেষ করা যাবে না। শেষ তিন লাইনেে মোটামুটি সব লেখা হয়ে গেছে।
নিরব সাগর
শেষ করতে চাইনি, কিছু একটা লেখার চেষ্টা করেছি মাত্র।
কামাল উদ্দিন
দুর্দান্ত লিখেছেন ভাই, বাবারা এমনই সন্তানের জন্য করতে পারেনা এমন কোন কাজ নাই। কিছুদিন আগে ট্রলার ডুবিতে অনেকগুলো লোক মারা যাওয়াদের দুজন ছিলেন বাবা, যারা নিজেরা বাঁচতে পারতেন, কিন্তু সন্তানদের বাঁচাতে গিয়ে নিজেরাও মরেছেন।
নিরব সাগর
বাবারা অন্য ধাতুতে পরিনত হয়ে যায়। পৃথিবীর সবকিছু তারা করতে পারে ।
তৌহিদ
পৃথিবীর সকল বাবারা ভালো থাকুক এটাই প্রার্থনা। চমৎকার লিখেছেন ভাই।
ভালো থাকুন।
নিরব সাগর
ভালোবাসা নিবেন প্রিয়