বাদলা মেঘ

আলমগীর সরকার লিটন ৫ জুলাই ২০২০, রবিবার, ১০:৪৬:৫৩পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

সেদিন বাদলাবাদলের ছোঁয়া নেই,

কায়া নেই- তবুও মেঘ সাজল ঐ ধরনীর বলয় জুড়ে;

কত রিম ঝিমা ঝিম শব্দাওয়াজ-

ভেসে নিয়ে গেলো, বহুদূরের কোন অচেনা গাঁ!

যেনো গা ঝিমা ঝিম নীরবতার দীঘল সাজ।

 

হয় তো আজ থেকে গেছে রোদপুড়া দুপুর

কিংবা বৈকালের দুরন্তপনার সমস্ত মাঠ-

কয়ের বিলে সাঁতার পারা ঘাট। এমনকি

মাঠভিটার ক্রিকেট, ফুটবল খেলার রমরমা সাজ।

 

এখন দীঘশ্বাসের সাথে বাদলাবাদলের

দুরন্তপনার অফস হয়েছে; তবুও ওরা সুখে থাক-

কোন সন্ধ্যাপরের তারার সাথে কিংবা অমাবসার চাঁদ হয়ে

আর বাদল ঝরা -ঝরা অন্তদিনের উঠান পার-

শুধু আমার বাদলা মেঘ থাক।

২১ আষাঢ় ১৪২৬, ০৫ জুলাই ২০

------------------------------------

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ