বাঙালীয়ানা

কামরুল ইসলাম ২০ আগস্ট ২০২১, শুক্রবার, ০৬:৫২:৩৮অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

 

হাতেও মারবো না ভাতে ও না

উপায় একখান আছে

এক ছোবলেই ছবি হবি

কাল নাগিনীর বিষে   ।

 

ঘরের কর্তী মায়ের আদলে

কাল নাগিনীর বাস

বধু সেজে সেই ঘরেতে

কেন তুই যাস  ।

 

মায়ের আদরে,  বাবার স্নেহে

তুলসী পাতার সোহাগী

বরের ঘরে খুন্তী পোড়া অত্যাচারে

অলক্ষী অপয়া অভাগী ।

 

ডাইনি মায়ের বায়না এবার

অভিনব বিজ্ঞাপনে

যৌতুক দিবি,  ঘর ছাড়বি

কাল নাগিনীর দংশনে  ।

 

অবলা বলেই এতো অবলা

না পেটে,  না পিঠে সয়

রোজ নামচার অত্যচারে

বাঙালী বধুর অবক্ষয়  ।।

 

রচনা কাল ঃ ২০/০৮/২০২১

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ