বাংলা মিউজিক মেলা

Yousuf Rana ৩০ নভেম্বর ২০১৩, শনিবার, ০৯:৫২:৩৫অপরাহ্ন সঙ্গীত ৯ মন্তব্য

৫ টা গান দিলাম আশা করি ভালো লাগবে   :)

শিরোনামঃ সোনা বৌ
কন্ঠঃ কাজী শুভ
অ্যালবামঃ সাদা মাটা

—————————

সোনা বৌ শুনছো নিগো
সোনা বৌ শুনছো নি
নিতে আইলে নাইয়র যাইবা নি? (২)

ও বৌ গো বৌ……
সাড়ে তিন হাত মাটির ঘরে
বাসরটা দিবে সাজিয়ে
যে ঘরে থাকবা দিন রজনী (২)

নাই বিছানা,নাই মশারী
সঙ্গে নাই তোর সোয়ামী
নিতে আইলে নাইয়র যাইবা নি?

ও বৌ গো বৌ……
ছেড়ে গেলে মাতলা জামাই
মাটির দেহের কিসের বড়াই
বাকা দেহের বিচার করবে কে (২)

ও বৌ গো বৌ……
আকাশে তোর অই পিরিতি
দিওয়ানী কইও সজনী
নিতে আইলে নাইয়র যাইবা নি?

সোনা বৌ শুনছো নিগো
সোনা বৌ শুনছো নি
নিতে আইলে নাইয়র যাইবা নি? (২)

ডাউনলোড লিঙ্ক mp3

 

শিরোনামঃ জানি একদিন
শিল্পীঃ হৃদয় খান/ নির্ঝর
অ্যালবামঃ হৃদয় মিক্স

—————————-

জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে(২)
ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোনকিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাব
জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে

জানি একদিন ভুলে যাবে সবাই
আমায়, আমার স্মৃতি মুছে যাবে ধারায়
জানি একদিন এক মুহুর্ত কারও
মনে পড়বেনা আমার কথা
ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাব
জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে

জানি একদিন দূর থেকে দেখব সবার এই ভুলে যাওয়া
জানি একদিন চোখ থেকে পড়বে শুধু অশ্রুরই ধারা
ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাব
জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে

ডাউনলোড লিঙ্ক mp3

 

শিরোনামঃ অবাক চেয়ে
শিল্পীঃ বাপ্পা মজুমদার
অ্যালবামঃ দিন বাড়ি যায়
রোদের গায়ে ক্লান্তি মাখা
সুর্য যাবে বাড়ি
আঁধার তোমায় ছোবেনা আজ
চাঁদের কড়া নারি

মেঘের গায়ে আঁকবো ছবি
সাজবে রঙে মেয়ে
জোছনাগুলো তোমায় ঘিরে
থাকবে অবাক চেয়ে
থাকবে অবাক চেয়ে
অবাক চেয়ে
থাকবে অবাক চেয়ে
অবাক চেয়ে

মেয়ে তুমি লাল শাড়িতে এসো
আজকে শুধু আমায় ভালবেসো
আঁকবো ছবি মেঘের গায়ে
সাজবে রঙে মেয়ে
থাকবে অবাক চেয়ে
অবাক চেয়ে
থাকবে অবাক চেয়ে
অবাক চেয়ে

মেয়ে তুমি চোখে কাজল এঁকো
আজকে দুচোখ আমার চোখেই রাখো
আঁকবো ছবি তোমায় নিয়ে
সাজবে রঙে মেয়ে
থাকবে অবাক চেয়ে
অবাক চেয়ে
থাকবে অবাক চেয়ে
অবাক চেয়ে

রোদের গায়ে ক্লান্তি মাখা
সুর্য যাবে বাড়ি
আঁধার তোমায় ছোবেনা আজ
চাঁদের কড়া নারি
মেঘের গায়ে আঁকবো ছবি
সাজবে রঙে মেয়ে
জোছনাগুলো তোমায় ঘিরে
থাকবে অবাক চেয়ে

থাকবে অবাক চেয়ে
অবাক চেয়ে
থাকবে অবাক চেয়ে
অবাক চেয়ে
থাকবে অবাক চেয়ে

ডাউনলোড লিঙ্ক mp3

 

শিরোনামঃ ফাইস্যা গেছি
কথাঃ হায়দার হোসেন
সুরঃ হায়দার হোসেন
কন্ঠঃ হায়দার হোসেন
অ্যালবামঃ ফাইস্যা গেছি

 

আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি
মাইনকার চিপায় (২)

আমারও দিলের চোট
বোঝে না কোনো হালায় (২)
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি
মাইনকার চিপায় (২)

কোন্‌ পাগলে পাইছিল
করছে শখের শাদী।
ক্ষমতার ঝিম-তিম,
ভাবে শাহজাদী (২)
সকাল-বিকাল, রাইত-দুপুর
বউয়ে দেয় ঠেলা।
কয় ‘বউ পুষার মুরাদ নয়
তয় বিয়া করছস কেলা।’
আমি এধার কামাল ওধার করি
সারাদিন ফেচকি মারি।
দিনের বেলায় আরতদারী
রাইতে চোরাকারবারি।
দিন-দুনিয়া সবই গেল
জীবন ভেস্তে যায়।।
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি
মাইনকার চিপায় (২)

আমারও দিলের চোট
বোঝে না কোনো হালায় (২)
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি
মাইনকার চিপায়

মাইয়া আমার চিজ একখান
যেমুন ফিল্মের নায়িকা,
মাধুরী, ঐশ্বরিয়া, কাজলরে
কয় অফ যা (২)
পোলায় আমার শিক্ষিত
পড়ে দশ কেলাসের উপরে।
হাত খরচা না দিলে
ইংলিশে গাইল পাড়ে।
মনে মনে কই আমি
গাইলের আর হুনছস কি
আমগ গাইল হুনলে পড়ে
খাড়াইব মুরগাদি।
আমি হালায় কুলুর বলদ
ফাইটা জীবন যায়

আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি
মাইনকার চিপায় (২)

আমারও দিলের চোট
বোঝে না কোনো হালায় (২)
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি,
আমি ফাইস্যা গেছি
মাইনকার চিপায় (২)

ডাউনলোড লিঙ্ক mp3

 

শিরোনামঃ বরষা
শিল্পীঃ কনা
কথাঃ শাহান কবন্ধ
সুরঃ ফোয়াদ নাসের বাবু
সঙ্গীতঃ ফুয়াদ
—————————————-
মেঘের গায়ে, নূপুর পায়ে, নাচে বরষা
বৃষ্টি কি তার ছন্দ জেনেছে
শ্রাবণ কি তার মন্ত্র বলেছে

দু’হাত তুলে কোমল সুরে
ডাকে কুয়াশা, বরষা
দু’হাত তুলে কোমল সুরে
ডাকে কুয়াশা, ভেজে বরষা

চোখে কি তার ছায়া ফেলেছে
হৃদয়ের কাছে ছোঁয়া মিলেছে
কাজল দীঘির ক্লান্ত বধির
তুলেছে কি ঢেউ
সুরের মায়ায় কোমল ছায়ায়
দেখেছে কি কেউ
অন্য চোখে তার দৃশ্য এঁকে যায়
ভীরু ভীরু পায়
নাচে বরষায়

দু’হাত তুলে কোমল সুরে
ডাকে কুয়াশা, ভিজে বরষা

মনে কি তার আগল খুলেছে
আধারের পাশে মূর্তি গড়েছে
মুগ্ধ চোখে সৃষ্টি সুখে
নদি ভিজে যায়
ঢেউয়ের তালে বানের জলে
মেশে মোহনায়
স্বপ্ন চোখে তার দৃশ্য এঁকে যায়
ভীরু ভীরু পায়
নাচে বরষায়
দু’হাত তুলে কোমল সুরে
ডাকে কুয়াশা, ভেজে বরষা

মেঘের গায়ে, নূপুর পায়ে, নাচে বরষা
বৃষ্টি কি তার ছন্দ জেনেছে
শ্রাবণ কি তার মন্ত্র বলেছে

দু’হাত তুলে কোমল সুরে
ডাকে কুয়াশা, বরষা
দু’হাত তুলে কোমল সুরে

ডাউনলোড লিঙ্ক mp3

 

কেমন লাগলো জানাতে ভুলবেন না  -{@

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ