বাংলা ও বাঙালী

সঞ্জয় মালাকার ৮ নভেম্বর ২০১৯, শুক্রবার, ০২:৩০:৫৬অপরাহ্ন এদেশ ১৯ মন্তব্য

১/বাংলা তুমি বাঙালীর প্রাণ
তুমি বাঙালীর স্বাধীনতা, জয় বাংলার স্লোগান!

বাংলা তুমি কারে ভাসাও
তোমার বুকের উপর,
কারে হাসাও কারে কাঁদাও
করে দেশান্তর!

বাংলা তুমি জন্মভূমি
স্হান হীন মানবে প্রাণ,
সূর্য উঠার ভাবে তুমি
দিন মানবে গান!

বাংলা তোমার বুকে নদী গুলো
করছে নিয়ম ভেঙে খেলা,
বাস্তুহারা করছে মানুষ
দেখিয়ে শক্তির খেলা।

বাংলা তোমার বুকেউপর
ভাসে অশ্রুজল,
তোমার বুকে মাথা গুজার
নেই-যে কোন স্হাল!

বাংলা তোমার বুকে উপর
দিন মানবে গান,
জয় বাংলা জয় বাংলা তুমি
মুক্তির অবদান।
২/ চৈত্র,,
তুমি আসছ বুঝি মহাজনের ধারে
হিসেবের দায় বইতে,
আমি তো গরীব চাষা
তুমি আসলেই বাঁচে!

চৈত্র তুমি হিসেবে করে
গরীব মারো ভাতে,
মহাজনের কাছে যাও সুদের ধার ধরতে!

চৈত্র তুমি এসেছ বুঝি
অভাবের সংসারে,
লাভের অংকে চোখে কষে!

চৈত্র তুমি এসেছ বুঝি মহাজনের ধারে,
সুদের হিসেবে কষে
গরীব মারার কৌশলে!

গোপনে আসছ তুমি লুকিয়ে
রয়ে যাও অচেনা গরীবের দুয়ারে।

সঞ্জয় মালাকার //

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ