
সাধা স্বপ্নগুলো বন্দী,,
পৃথিবী পিপাসার স্বাদে,
মানুষ তার একধাপ আগে,
বাঁচতে চায় সবাই -
কেউ চায়না গো মরতে।
স্ফীত আলোর সুভাষী গন্ধ
চারদেয়ালে বন্দি মৃত্যুর পথে,
খিন্ন দৃষ্টি ছায়াপথ লুকোয়
মানব হীন পথ শূন্য!
সাধা স্বপ্নগুলো বন্দী
বাহিরে যাওয়ার সুবোধ অনুমতি চাচ্ছে ,
কেউ তো দেখিনি, একজনও বলেনি
নীরবতা নেমে এলো বাংলার চোখে!
কে জানে কি হচ্ছে এ-পৃথিবীতে
অনিঃশেষ প্রগারতা নাই বা হলো ষোলআনা,
মানবের ভীরে করোনা লুকিয়ে,
শকুনে শকুনে উচ্চকিত ধ্বনি
কে জানে, কে কোথায় মরছে।
পৃথিবী পিপাসার স্বাদ
সুনিপুণ নিস্তব্ধতা বিবস্ত্র উত্তেজনা আঁতে,
আতংকে আতংকিত গোষ্ঠী সৃষ্টি
আলো হীন পথ শূন্য!
সঞ্জয় মালাকার //
২২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। খুব ভালো লিখেছেন । পৃথিবী করোনা ঝড়ে বন্দী। শকুনের দল মাংসের গন্ধে উচ্ছসিত। ভালো থাকুন সাবধানে থাকুন। শুভ কামনা রইলো
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি, কৃতজ্ঞতা, আপনিও ভালো থাকবে সুস্থ থাকবেন শুভ কামনা সব সময় ।
সুরাইয়া পারভীন
মৃত্যু সুনির্দিষ্ট।
মরণে নেই কোনো ভয়
তবে এমন মরণ চাইনা কভু
মৃত্যুর পরে আপনজনেরা
শেষবারের জন্যও দেখবে না এ মুখ
চমৎকার লিখেছেন দাদা
ভালো থাকবেন সবসময়
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা,
মরণে নেই কোনো ভয়
তবে এমন মরণ চাইনা কভু
ভয়ে নির্ভয়ে তেখিতে চাইপ্রিয় প্রিজনের মুখে ।
আপনিও ভালোথাকুন সুস্হ থাকুন নিরাপদ থাকুন শুভ কামনা রইলো।
সুপায়ন বড়ুয়া
বাংলা ও বাঙালীর মৃত্যু নাই
নির্ভয়ে থাকতে চাই।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা,
আপনিও ভালো থাকুন সুস্হ থাকুন শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয দাদা, কৃতজ্ঞতা
আপনিও ভালো থাকুন সুস্হ থাকুন সবসময় শুভ কামনা রইলো।
তৌহিদ
মানবের ভীরে করোনা লুকিয়ে,
শকুনে শকুনে উচ্চকিত ধ্বনি
কে জানে, কে কোথায় মরছে।
পৃথিবী পিপাসার স্বাদ…..
অসাধারণ লিখেছেন দাদা। ভালো থাকবেন সবসময়।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা কৃতজ্ঞতা,
আপনিও ভালো থাকুন সুস্হ্য থাকুন সবসময়।
তৌহিদ
ভালো থাকবেন দাদা।
ফয়জুল মহী
লেখা পড়ে ভালো লেগেছে। চমৎকার
সঞ্জয় মালাকার
পড়ার জন্য কৃতজ্ঞতা দাদা।
আপনি ভালো থাকবেন সুস্হ্য থাকবেন শুভ কামনা।
হালিম নজরুল
অনিঃশেষ প্রগাঢ়তা নাই বা হল ষোলআনা,
মানবের ভীড়ে করোনা লুকিয়ে,
শকুনে শকুনে উচ্চকিত ধ্বনি
কে জানে, কে কোথায় মরছে।
——বাহ।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ প্রিয় দাদা,
সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা !
আপনিও ভালো থাকুন সুস্হ্য থাকুন নিরাপদ থাকুন সব সময় শুভ কামনা রইলো।
ইসিয়াক
ভালো লাগলো।
শুভকামনা জানবেন দাদা
সঞ্জয় মালাকার
ধন্যবা দাদা কৃতজ্ঞতা,
ভালো থাকুন নিরাপদ থাকুন শুভ কামনা রইলো।
শুভেচ্ছা জানাবেন।
কামাল উদ্দিন
অদৃশ্য সত্রুর হাতে পৃথিবীর কোন প্রান্তে কে কিভাবে মারা পড়ছে কতোটা খবরই আমাদের কাছে আছে? সবাই সুস্থ্য ও ভালো থাকুন এই কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ প্রিয় দাদা,
অদৃশ্যসত্রুর হাতথেকে পৃথিবীর সকল মানুষমুক্তি পাক, এই কামনাই করি।
আপনি ভালো থাকবেন সুস্হ্য থাকবে শুভ কামনা রইলো।
এস.জেড বাবু
না জানি আরও কত ভয়াবহতা দেখার / শোনার বাকি
সৃষ্টিকর্তা সবাইকে মাফ করে দিন-
সুস্থ সুন্দর পরিবেশ ফিরিয়ে দিন
সঞ্জয় মালাকার
ধন্যবাদ প্রিয় দাদা –
শোনার বাঁকি নেই -দাদা যে মহামারি চলছে পুরো বিশ্বে।
এখন শুধু আতংক,
সৃষ্টিকর্তা ক্ষমা করবেনা।
আপনিও ভালো থাকুন সব সময় শুভ কামনা রইলো।
জিসান শা ইকরাম
করোনাকে নিয়ে লেখা কবিতা ভাল লেগেছে দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ প্রিয় ভাইজান, আপনিও ভালো থাকবেন সুস্হ থাকবেন, শুভ কামনা রইলো।