ভুলে গেছি পূর্ব জন্মের স্মৃতি; পরজন্মের মহামায়া
আঙ্গুলে আঙ্গুলে প্রেমের পরশে চাই একটু সুখছায়া
আহত জীবন কাঁদে; বিবস্ত্র প্রলয় উল্লাসের ভীমরণে
মহাসেন সুনামির চেয়েও বেশি হিংস্রতা মানব মনে
মানব নামের দানব সভ্যতার ইতিহাসে বাংলা বিহ্বল
আর্তনাদের মরুবাঁশি বাঁজে জীবন জুড়ে শূন্যতার গহ্বর
মায়ের আঁচলে বেঁধেছি প্রাণ; তাতেও নেই মুক্তির গান
ফিরিয়ে দে; দে হায়েনার দল বাংলার ত্রিশলক্ষ প্রাণ
আমরা দামাল গাইবো মরুর বুকে উদ্দাম ঝর্ণার গান
ফিরিয়ে দিতে হবে তোদের বাংলা মায়ের সম্মান।।
Thumbnails managed by ThumbPress
২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
খুব ভাল্লাগা রইল।
রকিব লিখন
ধন্যবাদ ।। (y) (3 -{@