অন্যের কথার উপর নির্ভর না করে নেটে সার্চ দিলেই পেতে পারি আমরা অনেক সত্যি ইতিহাস । স্বাধীনতার ঘোষনা সম্পর্কীয় ২ টি ভিডিও পেলাম যা ১৯৭১ এর ২৬ মার্চ প্রচারিত হয়েছে । ২৫ মার্চ  গভীর রাতে পাক আর্মিরা ঢাকায় গণ হত্যা শুরু করার পরদিন বিশ্বের গন মাধ্যমগুলোর প্রচারের শীর্ষে ছিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা । অন্য একটি ভিডিও যেটায় মেজর জিয়ার স্বাধীনতার ঘোষনা আছে তা আমরা প্রায় সবাই শুনেছি ।   ভিডিও ৩ টি স্বাধীনতার ঘোষনা নিয়ে বিতর্কের অবসান ঘটাতে পারে।

CBS টেলিভিশনে প্রচারিত রিপোর্ট । CBS  টিভিতে প্রাচারিত  ' শেখ মুজিবর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছেন ' ' এমন নিউজ প্রচার করা হয় । যা ছিল ২৬ মার্চ ।

ABC  টেলিভিশনে প্রচারিত রিপোর্ট ABC নিউজেও ২৬ মার্চ প্রচার করা হয় যে শেখ মুজিবর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছেন।

এই ঘোষণাটি অনেকেই শুনেছেন । তারপরেও আবার দিচ্ছি এখানে সত্যি প্রকাশের স্বার্থে। এই ঘোষনাটি এসেছে ২৭ মার্চ , ১৯৭১ ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর পক্ষে জিয়াউর রহমান এর স্বাধীনতার ঘোষনা ।

আমাদের স্বাধীনতা দিবস ২৬ মার্চ । ২৭ মার্চ নয় । স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে জিয়াউর রহমান এর মৃত্যুর পর। স্বাধীনতার বিরোধী শক্তি বাঙালী জাতীকে বিভক্ত করার জন্য এই বিতর্কের জন্ম দিয়েছে । সঠিক ইতিহাস প্রতিষ্ঠিত হবেই একদিন।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ