বাঁশি বাজে ঐ দূরে

ছাইরাছ হেলাল ৬ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ০২:৫০:৫৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

রাত্রির শেষে, ভেজা স্বপ্নগুলো
শীত-সকালের কুসুম রোদে
পিঠ মেলে বসে,
সামান্য উষ্ণতা নিয়ে, একটু উষ্ণ হবে বলে;

উষ্ণতা হেসে বলে, নাও না যত্ত খুশি,
তবে সাবধানে কিন্তু বাবু সোনা
পুড়িয়ে ফেল-না যেন, তরতরিয়ে বেড়ে ওঠা
সযত্ন ভালোবাসাগুলো।

আলপথে রাখাল বালক হেঁটে যায় একাকী
ঘাম-রৌদ্রে একাকার হয়ে,
একটু জিরোতে চায় এবারে,
বট-ছায়ায় বাঁশির সুরে।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ