বাঁচার সুখ (অণু)

বোরহানুল ইসলাম লিটন ৩ নভেম্বর ২০২১, বুধবার, ০৭:০৯:৩২পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

ইচ্ছে মতো মনটাকে রোজ
রিপুই যদি নাচায়,
লাভ কি রে তোর বোদ্ধা হয়ে
দাস সেজে তা যাচায়?

তারচে’ বিবেক যাতায় ছেঁচে
ভবের হাটে সব দে বেচে

তারপর না হয় লাউ হয়ে ঝুল
নিঃস্ব বুড়ির মাচায়,
বুঝবি তবু সুখ কারে কয়
হোক ক’টা দিন বাঁচায়!!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ