বাঁশডলা !!

নাসির সারওয়ার ৯ মার্চ ২০১৬, বুধবার, ০১:৪৭:৩৪অপরাহ্ন একান্ত অনুভূতি, সমসাময়িক ৪৬ মন্তব্য

সময়ের প্রয়োজনে আমরা নতুন নতুন অনেক কিছু সংযোজন করি, সাথে পুরনো অনেক কিছুই হারিয়ে ফেলি।  ছোটবেলা থেকে আমি একটা বাংলা শব্দের সাথে পরিচিত। কিন্তু শব্দটার বাস্তব রূপ আমাদের অধিকাংশ কেন বর্তমান কালের অনেকেরই অচেনা, অদেখা ও অজানা। অনেকটা প্রায় মসলিন শিল্পের মতই বিলুপ্ত ঐতিহ্য। সে শব্দটা হচ্ছে বাঁশডলা! আগেকার সমৃদ্ধ বাংলায় অপরাধীদের শাস্তি দেয়ার এটা ছিল একটা মোক্ষম ব্যবস্থা। বিশেষত:  নৈতিক স্খলনের ক্ষেত্রে। সেজন্যই হয়তো তখনকার অপরাধের হার এখনকার চাইতে উল্লেখযোগ্য পরিমাণে কম ছিল!

এই ব্যাপারে আমার একটা সুস্পষ্ট প্রস্তাবনা আছে -
শয়তানোধিক কিছু মানুষকে প্রকাশ্য কোন সুপ্রশস্ত ও সুউচ্চ স্থানে দর্শনীর বিনিময়ে বাঁশডলা দেয়ার ব্যবস্থা চালু করা?
পাইলট প্রোগ্রাম হিসাবে ব্যাংক ডাকাত দিয়ে শুরু করা যেতে পারে। এরপর একে একে ধর্ষক মর্ষক থেকে অন্য সব যোগ করা যেতে পারে। এতে জনগণ ও জাতি নুন্যতম তিনদিক থেকে লাভবান হবে।

ক) জাতির সাথে বাঁশডলার মত জনহিতকর ঐতিহ্যের পুনর্পরিচয় ঘটবে ।
খ) দর্শনীর অর্থমূল্য রাজস্বখাতে জমা হবে ।
গ) সর্বোপরি, কিছু ঘাগু অপরাধীর সমুচিত শাস্তি দেয়া যাবে যাতে জাতির আর কেউ ওদের মত অনৈতিক অপরাধে লিপ্ত না হয়। জাতি ও দেশ পাপমুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হবে।

এখন বিবেচনা আপনাদের ---------------হে হে !

0 Shares

৪৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ