বসন্ত

বেলাল হোসাইন রনি ১২ ফেব্রুয়ারি ২০১৪, বুধবার, ০৩:৩২:৩৬অপরাহ্ন কবিতা, সমসাময়িক, সাহিত্য ৩ মন্তব্য

আবারো বসন্ত এসেছে আমাদের ধারে
কর না অবহেলা তারে।
আজি ভূলিয়া যাও আপনপর
খুলিয়া দেও হৃদয়ের সব দ্বার।
এই সংগীত মুখরিত গগনে।
এই বাহির ভূবনে দিশেহারা হয়ে।
দেও ছড়ায়ে মাধুরী বারে বারে।
কিশোরির হলদে শাড়ীর ভাঁজে।
কোকিলের কুহ্ কুহ্ তান, দিনভর গাছের কচি পাতায়,
মৌমাছিদের ডানায় ডানায় ধ্বনিতে।
ফুটেনি ফূল ভূবনে আছে যত।
গায়নি পাখি গান উদাস করা সুরে
বনের কুসুম কলি ঘিরে।
আকাশ মেলিয়া আঁখি….
তবুও ফুটেছে জবা, গাঁধা আরো কত কি।
রক্তরাঙ্গা শিমুল ফুল গাছে গাছে।
তার তলে পথ চেয়ে, বসে আছে ভালবেসে, বসন্তের পথিক।

0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ