বসন্ত শিকারি

ছাইরাছ হেলাল ২১ মার্চ ২০২১, রবিবার, ০৩:১৯:২৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

 

সুখের ঠিকানা

বেপরোয়া সুখের ভাগ নেবে বলে
পরিপক্ব বসন্তের আড়াল-দ্বারে দাঁড়িয়েছে,
অভিজ্ঞতার ভাগ নেবে, ভাগ তার চাই;
জাগতিক ফাঁদে পড়ে হলেও
লক্ষ-কোটি লাভ-ক্ষতির হিসেব ছাড়াই।
দ্বিধা-দগ্ধ নিয়ন্ত্রণ-হীন প্রবঞ্চনা ছুটে-ফুটে এলেও
বসন্ত সে চায়-ই;
শতবারের করুণা ভিক্ষায় নয়,
আগুন চিৎকারে।

*******************************************
আচ্ছন্ন শিকারি

ছুঁয়েছে কী ছোঁয়নি
তছনছ করা শ্যামল শস্য ক্ষেত্র,

অনু-মগ্ন রুগ্ণ কৃষক ক্লান্ত
চৈত্রের তপ্ত বাতাসে;

গৃহস্থের নিকানো উঠানে
চতুর শিকারির নিখুঁত-সুঠাম
অদৃশ্য জাল,
উঠোন তার চাই-ই;
আচ্ছন্ন (মাতাল) সকালের টলোমলো পায়ে,
ক্ষয়িষ্ণু অবনমন, নতজানু অতল স্রোতে।

 

ছবি নেট থেকে।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ