বসন্ত বাহার

ইসিয়াক ১ ফেব্রুয়ারী ২০২০, শনিবার, ০৯:৩৪:০৪পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

বনে বনে দোলে ফুল গায় পাখীরা,
সখাগন ধরে হাত,নাচে সখীরা।
বসন্ত বাতাস এতো বসন্ত বাতাস,
ভালোবাসা প্রকৃতি করছে প্রকাশ।

দিকেদিকে ফোটে ফুল পলাশ শিমুল,
অলিগণ গায় গান প্রেমেতে আকুল।
প্রেমের প্রকাশ এতো প্রেমের প্রকাশ,
হেসে হেসে নেচে নেচে করছে বিকাশ।

এত সুখে কচি পাতা হেসে কথা কয়,
চির অমর হোক তবে সব পরিণয়।
ভাবনা উদাস আহা ভাবনা উদাস,
অনুরাগ প্রকৃতি যত করছে প্রকাশ।

জোছনারাশির গান, মলয় সুরকার,
বাসন্তী আবাহনে নানান সাকার।
বসন্ত বাহার এতো বসন্ত বাহার,
প্রেম পরিনয় তার চুড়ান্ত আকার।

৫২৮জন ৪১৮জন
12 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ