
বনে বনে দোলে ফুল গায় পাখীরা,
সখাগন ধরে হাত,নাচে সখীরা।
বসন্ত বাতাস এতো বসন্ত বাতাস,
ভালোবাসা প্রকৃতি করছে প্রকাশ।
দিকেদিকে ফোটে ফুল পলাশ শিমুল,
অলিগণ গায় গান প্রেমেতে আকুল।
প্রেমের প্রকাশ এতো প্রেমের প্রকাশ,
হেসে হেসে নেচে নেচে করছে বিকাশ।
এত সুখে কচি পাতা হেসে কথা কয়,
চির অমর হোক তবে সব পরিণয়।
ভাবনা উদাস আহা ভাবনা উদাস,
অনুরাগ প্রকৃতি যত করছে প্রকাশ।
জোছনারাশির গান, মলয় সুরকার,
বাসন্তী আবাহনে নানান সাকার।
বসন্ত বাহার এতো বসন্ত বাহার,
প্রেম পরিনয় তার চুড়ান্ত আকার।
১৮টি মন্তব্য
রেহানা বীথি
আহা, আহা, কী সুন্দর লিখলেন!
ঋতুরাজ বসন্ত নিয়ে অপূর্ব কবিতা।
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো আপু্
সুপর্ণা ফাল্গুনী
চির অমর হোক তবে সব পরিণয়। বসন্ত বাহারে প্রেম পরিণয় পাক আকার। ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
ইসিয়াক
শুভকামনা রইলো দিদিভাই।
ত্রিস্তান
বসন্ত আসতে না আসতেই এতো সুন্দর সব লেখা চলে আসতেছে। তবে এটা বোধহয় গানের লিরিক্স হিসেবেও চালানো যাবে ❤️❤️
ইসিয়াক
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
নিরন্তর শুভকামনা।
ছাইরাছ হেলাল
ছবি আর লেখা মিলিয়ে বসন্ত হুটোপুটি খাচ্ছে।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
ফয়জুল মহী
দারুণ ছন্দ বর্ণ । মনোমুগ্ধকারী ভাবনায় অনন্যসাধারণ লিখনী । শুভেচ্ছা সতত ।
ইসিয়াক
ধন্যবাদ ভাইয়া । ভালো থাকুন ।
আরজু মুক্তা
বাসন্তী শুভেচ্ছা
ইসিয়াক
আপনাকে ও বাসন্তী শুভেচ্ছা।
নৃ মাসুদ রানা
বাসন্তী রঙের শুভেচ্ছা
ইসিয়াক
ধন্যবাদ ও বাসন্তী শুভেচ্ছা রইলো।
সঞ্জয় মালাকার
আহা, কতো সুন্দর লিখলেন দাদা
ঋতুরাজ বসন্ত নিয়ে অপূর্ব কবিতা।
বসন্ত শুভেচ্ছা দাদা,,
ইসিয়াক
শুভকামনা ও শুভেচ্ছা রইলো।
মোহাম্মদ দিদার
অসম্ভব ভালো লিখছেন
ইসিয়াক
ধন্যবাদ ও শুভকামনা রইলো ।