বসন্ত বাতাসে
নবকুমার দাস
“বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে –
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে” – বাউল শাহ আব্দুল করিম
আবারো বসন্ত সেই,দুয়ারে ফাগুনের দিন
আবারো ফুলের বাহার কন্ঠে সুর গুনগুন ,
আবারো দখিনা বাতাস মন উতলা আনচান,
সুগন্ধিত মধুপ নিকুঞ্জবনে অনুভব রিনরিন ।।
তুমি এক পরম আশ্রয়, আশ্চর্য কল্পনা কন্যা,
রঙের দুনিয়ায় কল্পিত তুমি অপরুপা লাবণ্যা,
দোলা দাও হৃদ-গাঙুরে,ভাসাও কোন পানসি-ভেলা!
ভেসে-চলি সময়ের অশেষ স্রোতে একা-একলা।
আবারো বসন্ত সুবাস, দুয়ারে দিন ফাগুনের…
অনন্ত সঙ্গিনী রাধা,অর্ধেক কল্পনা এই মনের …
১৫টি মন্তব্য
ইসিয়াক
আবারো বসন্ত সুবাস, দুয়ারে দিন ফাগুনের…
অনন্ত সঙ্গিনী রাধা,অর্ধেক কল্পনা এই মনের …
ভালো লাগলো কবিতাটি। শুভসকাল।
নবকুমার দাস
সুপ্রভাত। বাসন্তিক শুভেচ্ছা জানাই দাদাভাই। 🌿🌱🍑
আলমগীর সরকার লিটন
সত্য চমৎকার
নবকুমার দাস
ধন্যবাদ। বসন্তের শুভেচ্ছা জানাই দাদাভাই । 🌿🌱
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার বসন্ত বন্দনা। আবার এলো যে বসন্ত। তবে গরমটাও দোরগোরায় । নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
নবকুমার দাস
ঠিক কথা দিদিভাই। বসন্তের শুভেচ্ছা জানাই । 🌿🌿
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার প্রকাশ — আবারো বসন্ত সুবাস, দুয়ারে দিন ফাগুনের…
অনন্ত সঙ্গিনী রাধা,অর্ধেক কল্পনা এই মনের …
নবকুমার দাস
ধন্যবাদ চৌধূরী সাহেব । বসন্তের শুভেচ্ছা নেবেন । 🌿🌿
সাখাওয়াত হোসেন
বসন্তের রঙ লাগুক সবার মনে।
শুভেচ্ছা রইলো অবিরত।
নবকুমার দাস
ভাইয়া রঙে রঙে মাতোয়ারা হোক অশেষ হৃদয় । ভালো থাকবেন। 🙏
নবকুমার দাস
ভাইয়া রঙে রঙে মাতোয়ারা হোক অশেষ হৃদয় । ভালো থাকবেন। 🙏
আরজু মুক্তা
অর্ধেক মানসী তুমি, অর্ধেক কল্পনা
নবকুমার দাস
একদম তাই । ধন্যবাদ দিদিভাই ।🌿🌿
জিসান শা ইকরাম
সুন্দর কবিতা,
শুভ কামনা।
নবকুমার দাস
ধন্যবাদ দাদাভাই । 🍁🍁