বসন্ত বাতাসে

নবকুমার দাস ১০ ফেব্রুয়ারী ২০২১, বুধবার, ০৮:৩৫:৪৭পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

বসন্ত বাতাসে 

নবকুমার দাস

বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে –

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে” – বাউল শাহ আব্দুল করিম

 

আবারো বসন্ত সেই,দুয়ারে ফাগুনের দিন

আবারো ফুলের বাহার কন্ঠে সুর গুনগুন ,

আবারো দখিনা বাতাস মন উতলা আনচান,

সুগন্ধিত মধুপ নিকুঞ্জবনে অনুভব রিনরিন ।।

 

তুমি এক পরম আশ্রয়, আশ্চর্য কল্পনা কন্যা,

রঙের দুনিয়ায় কল্পিত তুমি অপরুপা লাবণ্যা,

দোলা দাও হৃদ-গাঙুরে,ভাসাও কোন পানসি-ভেলা!

ভেসে-চলি সময়ের অশেষ স্রোতে একা-একলা।

 

আবারো বসন্ত সুবাস, দুয়ারে দিন ফাগুনের…

অনন্ত সঙ্গিনী রাধা,অর্ধেক কল্পনা এই মনের …

৪১৭জন ৩২২জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ