বসন্ত বন্দনা

দাদু ভাই ১৩ ফেব্রুয়ারি ২০১৪, বৃহস্পতিবার, ০১:১১:৪৮অপরাহ্ন একান্ত অনুভূতি, সাহিত্য ১৫ মন্তব্য

আজ বসন্তের প্রথম দিন। শীতের তোপে ঝড়ে যাওয়া পত্রহীন গাছের শাখায় ফুটেছে ফুল। সাথে নব পল্লব। প্রকৃতি হয়েছে নব যৌবনা। পাখিরা গাহিছে যৌবনের গান। ঠোটে ঠোট মিলিয়ে প্রকাশ করছে বসন্ত প্রেম। কোকিলেরা মধুর কন্ঠে এলান করছে ভালবাসা। এমন দিনে এসেছি আমি শতক্রোশ পথ মাড়িয়ে তোমার আঙ্গিনায়, এনেছি বয়ে সাগর সেঁচে মণি মুক্তা তোমাকে সাঁজাতে। তুমি সাঁজবে নতুন সাঁজে মুক্তার মালার সাথে বাসন্তি রঙের বসনে। তোমার কোমল হাতখানি মুষ্ঠিবদ্ধ করে চলে যাব দু’জনে নদী তীরে। বসব সবুজ দুর্বার কোলে হাতে হাত রেখে। দেখব প্রকৃতির রূপ আজি দু’জনে; নয়ন ভরে। রঙিন পাল তুলে মাঝি ভাটিয়ালী গেয়ে চলে যাবে উজানে, যেখানে অপেক্ষায় আছে তার প্রেয়সী। তোমার উদাসী দৃষ্টি যখন আবদ্ধ হবে ঐ নীলিমার দিগন্তে, ছুঁয়ে দিব অধরখানি সঙ্গোপনে। দেখব তোমার শিহরিত তনুমন কেমন করে উদ্ভেলিত হয় প্রকৃতির নির্জনে। তোমার নাসীকা হতে নির্গত তপ্ত শাস হাতে মেখে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মত উঠানামা বক্ষ দেখব নয়ন ভরে। সাজের গোধলীতে দেখব তোমার চন্দ্র বদনে রক্তিম আভায় কেমন ঝলক উঠে। তার পর ফিরে গিয়ে নতুন নীড় গড়ে সারাটা জীবন থাকব সুখে দুঃখে। এসো প্রিয়তম; প্রেয়সী মম। সকল দ্বিধা ঝেড়ে ফেলে এসো আমার সাথে, হাতে হাত রেখে, রচিতে দিব্য সর্গ আজি এই বসন্তে, বসুন্ধরার বুকে  -{@   (3 ..........

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ