ছড়িয়ে যাক উদ্দাম শরীরে বসন্ত ফাগুন
হাসির প্লাবনে জোয়ারে ভাসি কিছুক্ষণ
পুষ্পের মধু পানে হই বিশুদ্ধ মাতাল
প্রেমের স্লোগানে হবে আজ হরতাল
মনের কবাট মুক্ত করে এসো ধরি হাত
প্রাণে প্রাণে মিশে যাই সাক্ষী হোক রাত
চোখ হোক শোষক আর মন হোক তারা
চল মিশে যাই গনন জুড়ে হয়ে দিশেহারা
Thumbnails managed by ThumbPress
৩টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
শরতে ফাগুণের গান।
ইঞ্জা
দারুণ
মৌনতা রিতু
শরতে ফাগুন এসেছে বলেই প্রেমে হরতাল হয়েছে ?