বসন্ত নিয়ে কিছু কথা

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৭ ফেব্রুয়ারী ২০২১, শনিবার, ১২:৪৭:২৯অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য
  1. কবে শুনেছি সেই কোকিলের গান
  2. আজও মন পড়ে সেই দিনের কথা,
  3. ভাবতে গেলে মনে জাগে আমার
  4. ওগো প্রেয়সী,
  5. সত্যি দারুন বিরহ ব্যথা।
  6. সেই কবে বয়েছে দখিনা বাতাস
  7. খুলেছে গেছে দরজা,
  8. পত্রবিহীন বৃক্ষের শাখায়,
  9. পুষ্পের বিরহের কষ্ট,
  10. আজও আমার প্রাণে দোল খায়।
  11. রচনাকালঃ
  12. ১৪/০২/২০২১
২৭৩জন ২১৩জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ