
উত্তর বাতাসে নোনাজলের সোঁদা গন্ধে ম্রীয়মান আমি-
ঝরাপাতার মর্মর ধ্বনির নিরবচ্ছিন্ন সুরে,
নিশ্চুপে কান পেতে আছি নির্জনে অধীরতায়
বসন্ত আগমনী বার্তার উচ্ছলসৌন্দর্য বর্ণনে।
নিষ্কলুষ প্রাণসঞ্চারী নকশিকাঁথায় নিজেকে মুড়িয়ে
নতুন কুঁড়িতে সবুজের মায়ায় আসছে সে-
কিশোরীর লাজুক চোখের অব্যক্ত কথার চালাচালিতে,
তরুণের গেরুয়া পাঞ্জাবির আলপনা হয়ে।
বাসন্তী শাড়ির ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা উষ্ণতায়
পেলব অস্থিকোষের বসন্ত বাহুডোরে জড়িয়ে,
স্পর্শকাতর লজ্জাবতীর উদ্যাম লুকোচুরিতে
চলো আজ মূর্ছাতুর হই তুমি আমি বারংবার।
৩১টি মন্তব্য
সাদিয়া শারমীন
কি সুন্দর করেই না বসন্তের বর্ণনা দিলেন! আপনার কবিতার মধ্যে দিয়েই বসন্ত তারআগমনী বার্তা জানান দিল।
তৌহিদ
বসন্ত আসছে, প্রকৃতি জানান দিয়ে যাচ্ছে।
ভালো থাকবেন আপু।
ফয়জুল মহী
দক্ষ হাতের কমনীয় প্রকাশ
তৌহিদ
ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
বসন্তের সাজে বসন্ত ছুঁয়ে যাক যুগলের প্রেমে। শুভ হোক বসন্ত উৎসব। খুব সুন্দর হয়েছে। শুভ কামনা রইলো
তৌহিদ
বসন্ত সকলের মাঝে নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি, প্রেমময়তার আহবানে মনে ডেকে উঠুক বসন্ত কোকিলের গান।
ভালো থাকবেন আপু।
ত্রিস্তান
উত্তর বাতাসে নোনাজলের সোঁদা গন্ধ !!!
বদ্দা হেইয়া কি হুনাইলেন 🤔
লোনা জল তো সমুদ্রে থাকে, সে তো দক্ষিণ থেকে আসবে নাকি?
তৌহিদ
এখন মাঘ মাস, উওর থেকে হিমালয় ছুঁয়ে যে বাতাস আসে তা নাকে ঢুকলে নাক ঝাঁঝায় ঠিক যেমন সমুদ্রপাড়ে দাঁড়ালে হয়।
আমাদের এদিকে এই বাতাসকে বলে পশ্চিয়া বাতাস। উত্তর-পশ্চিম কোন থেকে আসে বলেই বোধ হয়!!
ভালো থাকবেন ভাই।
কামাল উদ্দিন
বসন্তকে বরণ করতে অধীর আগ্রহে আছি আমি, ফুলদের আগমনে পাখিদের কুহুতানে এই সময়টা গ্রামীন জীবনে সত্যিই প্রকৃতির এক অনন্য দান। ভালোলাগা জানিয়ে গেলাম তৌহিদ ভাই।
তৌহিদ
আসলে এই সময়টাতে প্রকৃতি সেজে উঠছে নতুন সাজে। আমার পছন্দের সময় এটি। না গরম না ঠান্ডা।
লেখা ভালোলেগেছে জেনে প্রীত হলাম ভাই। ভালো থাকবেন।
কামাল উদ্দিন
আপনিও ভালো থাকুন, সব সময়।
সঞ্জয় মালাকার
বসন্তের সাজে বসন্ত ছুঁয়ে যাক যুগলের প্রেমে।
দাদা বসন্তের শুভেচ্ছা।
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা রইলো দাদা। ভালো থাকবেন।
নিতাই বাবু
আপনার লেখায় তো দেখছি বসন্তকে খুব তাড়াতাড়ি ডেকে আনছেন। ধীরেসুস্থে আসাটাই ভালো। কবিতাও কিন্তু ভালো লেগেছে দাদা।
তৌহিদ
এইতো আর মাত্র ক’টা দিন। বসন্তে সবার মনোবাসনা পূরণ হোক এটাই কাম্য। ভালো থাকবেন দাদাভাই।
ছাইরাছ হেলাল
মূর্ছাতুর হওয়ার মোক্ষম-উষ্ণ জায়গা (শাড়ির ভাঁজ) খুঁজে পাওয়ার জন্য ধন্যবাদ।
তবে এই বসন্তে প্রাণটুকু প্রাণে থাকলেই ভাল!
আহা বসন্ত!
তৌহিদ
প্রাণ নেই, কিচ্ছুতেই প্রাণ নেই। সব ম্যাড়ম্যাড়ে ভাইজান।
এই বসন্তে কিছু একটা কত্তেই হপে।
সুরাইয়া পারভীন
আহা বসন্ত! এই বসন্ত প্রকৃতির সাথে সাথে সমগ্র মানবজাতিকেও নবযৌবন করে দান।
বসন্ত শুধু আমার জন্য বিষণ্ণ বিষাদ হয়ে বার বার ফিরে আসে😰
তৌহিদ
বিষাদ নয় আপু বলুন নতুন উৎসাহ। বসন্ত আপনার জীবনে অনাবিল সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসুক এটাত প্রার্থনা।
ভালো থাকবেন আপু।
সুপায়ন বড়ুয়া
“বাসন্তী শাড়ির ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা উষ্ণতায়
পেলব অস্থিকোষের বসন্ত বাহুডোরে জড়িয়ে,
স্পর্শকাতর লজ্জাবতীর উদ্যাম লুকোচুরিতে
চলো আজ মূর্ছাতুর হই তুমি আমি বারংবার।“
বসন্তকালে উষ্ণতা পাওয়ার শীতকালীন
আকুতি ভালই লাগলো।
শুভ কামনা।
তৌহিদ
ধন্যবাদ দাদা, ভালো থাকবেন সবসময়।
আরজু মুক্তা
বসন্ত এসে গেছে। তবে, বসন্তের থেকে বর্ষা দারুণ টানে। আকাশে রঙিন আলোর খেলা দেখার জন্য বর্ষাই ভালো
তৌহিদ
বসন্ত আর বর্ষা দুটোরই আলাদা আলাদা সৌন্দর্য আছে কিন্তু। আমার দু’টোই ভালো লাগে কিন্তু।
ভালো থাকবেন আপু।
সাবিনা ইয়াসমিন
ওহহহো,, কি দারুণ রোমান্টিক কবিতা!! বসন্ত এবার কালারফুল হয়েই আসছে তাহলে ☺☺
আঁঁকুপাকু মনে আর কি কি দোলা দিচ্ছে তাও লিখে দিতে হবে কালপুরুষ ভাই। থামলে চলবে না, 😜😜
তৌহিদ
আমার কাছে সব ঋতুরই আলাদা আলাদা ভালোলাগা আছে আপু। তবে মন আকুপাকু করার বয়স কি আর আছে!!
রেহানা বীথি
আমের মুকুল, উদাসী বাতাস
বসন্ত আসছে……
দারুণ লিখেছেন ভাই।
তৌহিদ
ধন্যবাদ আপু, ভালো থাকবেন সবসময়।
জিসান শা ইকরাম
আসুক বসন্ত এমনি ঘোষনা দিয়ে,
খুব সুন্দর কবিতা।
তৌহিদ
বসন্ত সবার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখশান্তি। ভালো থাকবেন ভাইজান।
ইসিয়াক
শুভ হোক বসন্ত উৎসব। শুভকামনা রইলো।
কবিতা খুব ভালো লাগলো ।
তৌহিদ
আপনাকেও ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।