
কুঞ্জে কুঞ্জে এসেছে বসন্ত ভোর
পুঞ্জে পুঞ্জে ফুটে রাঙা ফুল
কাননে কাননে ঘুরে অলি
পুষ্পে পুষ্পে গুঞ্জরিয়া নেয় লুটে মধুকুঁড়ি।
কুলকুল কল-শব্দে বহে গঙ্গা
কুহু কুহু গায় গান কোকিল শ্যামা
জ্বলজ্বল করছে পূব আকাশের তারা
রন্ধ্রে রন্ধ্রে ভ্রমররা দেয় হানা।
ক্ষণে ক্ষণে উড়ে মন প্রজাপতির রঙে
ছন্দে ছন্দে হয় মাতোয়ারা কল্পতরুর দেশে
রং-ঢংয়ে যুগল যায় হারিয়ে হাবুডুবু জলে
অংক কষে মন হয় ক্লান্ত বসন্তের শেষে।
১৯টি মন্তব্য
ফয়জুল মহী
ভাললাগা রেখে গেলাম ভাইজান
শুভ কামনা রইলো
ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনাই করছি।
সাখাওয়াত হোসেন
অশেষ ধন্যবাদ জানাই। ভাল থাকবেন ভাইয়া।
ছাইরাছ হেলাল
বসন্ত আসে নানা রূপে নানা রং ঢংয়ে,
ক্লান্ত করে /হয়ে চলেও যায় নিয়ম মেনে
সাখাওয়াত হোসেন
ঠিক বলেছেন ভাইয়া। শুভেচ্ছা রইলো অবিরত।
ইসিয়াক
সুন্দর কবিতা।
সাখাওয়াত হোসেন
অফুরান কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। ভাল থাকবেন ভাইয়া।
আলমগীর সরকার লিটন
অনেক বসন্ত শুভেচ্ছা রইল কবি দা
সাখাওয়াত হোসেন
আপনাকেও জানাই বাসন্তী শুভেচ্ছা। ভাল থাকবেন ভাইয়া।
সুপর্ণা ফাল্গুনী
অগ্রীম বসন্তের শুভেচ্ছা। দারুন লাগলো কবিতা। বসন্ত দোলা দিয়ে যাক সবার জীবনে। আপনি ও ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর
সাখাওয়াত হোসেন
বসন্তের ছোঁয়ায় মন হোক রঙিন। শুভেচ্ছা ও শুভ কামনা রইল অবিরত ।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর শব্দ শৈলীতে বেশ হৃদয়ছোঁয়া নিবেদন।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা অন্তহীণ।
সাখাওয়াত হোসেন
অফুরান শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। ভাল থাকবেন ভাইয়া।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বাহ বেশ — ক্ষণে ক্ষণে উড়ে মন প্রজাতির রঙে
ছন্দে ছন্দে হয় মাতোয়ারা কল্পতরুর দেশে।
শুভ কামনা ।
সাখাওয়াত হোসেন
আপনাকে জনাই বসন্তের রঙিন শুভেচ্ছা
ভাল থাকবেন ভাইয়া।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনিও ভালো থাকবেন ভাইয়া।
আরজু মুক্তা
ভালো মন্দে বসন্ত আসুক নতুন বারতা নিয়ে।
সাখাওয়াত হোসেন
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
বাসন্তী শুভেচ্ছা রইল।
জিসান শা ইকরাম
বসন্ত এভাবেই আসে এবং চলেও যায়।
ভালো লেগেছে কবিতা,
শুভ কামনা।
সাখাওয়াত হোসেন
ধন্যবাদ জানাই অবিরাম। ভাল থাকবেন ভাইয়া।