বসন্তের আগমনে

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৬ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ০৪:১৫:১৪অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

ধরাতে বসন্তের আগমনে

গায় কোকিল তার সুরে মিষ্টি মধুর গান,

পত্র বিহীন বিটপী ভরে যায় পুষ্প মুঞ্জিরতে

ফুরফুরে মিষ্টি দখিনা হাওয়া মন ছুয়ে যায়,

বাসন্তী ফুলের সৌরভের কাছে,

মৌমাছির গুঞ্জন অজস্র।

পত্রবিহীন বিটপীর হৃদয়ে দারুণ কষ্ট,

যখন কোকিল তার শাখে বসে গায়।

বসন্তের আগমনে ধরা সাজে নব সাজে,

রয়ে বিটপীর হৃদয়ে রিক্ত হাহাকার

পত্রের শোকে।

রচনাকালঃ

১০/০২/২০২১

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ