জুঁইঘ্রাণ হারিয়ে যাবে!
বসন্ত নেই বলে
তা হতেই পারেনা,

কাঁদতে বসে কুঁই কুঁই করে
ভর্ৎসনা! সে হবে না,
বসন্ত আমার চাইই,এক্ষুণি
এই করোনা কালেও;

তোমার ঘ্রাণ তীব্রতা,
রৌদ্র উল্লাস,
আমার ঘুম কেড়ে নেয়।

কাঁপা হৃদয়ে অহোরাত্রি
তোমার-ই অপেক্ষায়, এই আমি।
ফিরে এসো বলছি, এক্ষুণি,
অপেক্ষা হৃদয়ে।

লুকিয়ে যাওয়া, লুকিয়ে থাকা
অদম্য স্বাস্থ্যের তুমুল বসন্ত
আমার চাইই।

* ছবি- নেট থেকে

0 Shares

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ