বলতে পারো ?

রিমি রুম্মান ১১ এপ্রিল ২০১৪, শুক্রবার, ১২:১৬:৩৩অপরাহ্ন বিবিধ ১৫ মন্তব্য

সমুদ্র,
তোমার উপর দিয়ে উড়ে যাওয়া পরিযায়ী পাখীরা
উষ্ণতার সন্ধানে শীতে দূর দেশে উড়ে উড়ে যায়
তোমার তলদেশে ঘুরে বেড়ানো তিমি'রা-ও
শীতের শুরুতে উত্তর থেকে দক্ষিনে ফিরে ফিরে যায়।
বলতে পারো, আমি কেন তোমায় পাড়ি দিয়ে
শ্যামল-সবুজ দেশ ছেড়ে সাদা-বরফে আবাস গড়েছি ?

সমুদ্র,
শ্রাবণের সেই বর্ষণমুখর দিনের শেষে
প্রবল স্রোতের তোড়ে যেদিন জলের মতন এলেম ভেসে
উত্তরের বাতাস জানে, হৃদয়ের সব আবেগ দিয়ে
গড়েছিলেম সেদিন আরেক সমুদ্র দু'নয়নে ।
বলতে পারো, আমি কেন ঐ দেশটাকে অনুভব করি
শরীর জুড়ে বয়ে যাওয়া রক্তের ভেতর দিয়ে ?

সমুদ্র,
আরেকবার যদি জন্মলাভের সুযোগ হয়
নিখুঁত সুন্দর জন্মজন্মান্তরের চেনা ভুমি ছেড়ে
আমি কিন্তু কোথাও যাবো না, বলে রাখলাম
সাক্ষী তুমি ।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ