বর্ষা প্রহরের আকুতি!

তৌহিদুল ইসলাম ২ আগস্ট ২০১৯, শুক্রবার, ০৩:৫১:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

দিগন্তে প্রলয়মেঘে গুড়ু গুড়ু মাদলের আহবানে-
অশান্ত মনে বাজে দূর্যোগের ঘনঘটা!
ঘরের কোণে ধুলোজমা তানপুরাটার বীণা,
রিনিঝিনি শব্দে কানে সুধায় সংগীত আলাপন।

মনরাধিকার প্রাণে অসহ্য বিরহ বেদনারা-
ঘুর্ণিপাকে ঘনীভূত মল্লারে।
রাগে-অনুরাগে; নির্দয় তীরের মতন পিঞ্জরে বিঁধে।
অলকাপুরে বিরহীনি যক্ষপত্নীর চিহ্ন,
উদ্ভাসিত হয় বীণাপের ক্ষণিক অগ্নি-আলোতে।

উদ্ভ্রান্ত মিলন সংকেতের অপেক্ষায় কপোত-কপোতী
অনির্বাণ চির-ভাস্মর অলকাপুরে-
খেলা করে উন্মাতাল নৃত্যে;
তপনহীন মেঘাচ্ছন্ন এই বর্ষা দিনে।

-----------
তৌহিদ,রংপুর।
০২/০৮/২০১৯

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ