
খুউব করে ভেবে রেখেছিলাম
আর তোমাকে ভালোবাসবো না।
অথচ দেখ আজও মন খারাপের সন্ধ্যাটা
কোথা থেকে হুড়মুড় করে আমার বারান্দায় দাঁড়িয়ে।
ভেবে রেখেছিলাম একটু সময় পেলে
খুউব ভালোবাসবো নিজেকে,
যে মনকে তুমি ফেলে চলে গেছ অবেলায়, অবহেলায়।
তাকে সময় দেবো; বুঝতেই দেবো না
সে তোমাকে ছাড়া ভীষণ একা।
মধ্যরাতের কুহককে আর মোটেও পাত্তা দেবো না,
খুব টের পাচ্ছি আজও সে আসবে, কাটবে নির্ঘুম রাত।
ভেবেছিলাম, তোমার চেনা বুনো গন্ধটা আর খুঁজবো না,
তবুও দেখো আজ কেমন একলা বিবশ লাগছে!
মন কেবলই বলছে,
তোমার দেয়া একটা বর্ষা কদম আজ ভীষন প্রয়োজন!!!
ছবি- নেটের
১২টি মন্তব্য
রিতু জাহান
কদম কিশোরী মেয়ে কেনো যে চাও!
কেনো অপেক্ষা এই দিবস রজনী,,
কি দারুন লিখলে!
ভালো লাগলো খুব।
রোকসানা খন্দকার রুকু
প্রথম মন্তব্যে এত্তোগুলা ধন্যবাদ আর গোলাপ 🌹🌹
কবি হচ্ছে তোমরা, আর আমি দেখে দেখে শিখি আরকি?
কদিন তো হাওয়া ছিলেন এবার টপাটপ ম্যাগাজিনের জন্য লিখে ফেলুন।
রিতু জাহান
রিয়ান কিডন্যাপ হইছিলো,,, এক ঘন্টায় উদ্ধার করেছি। রংপুরের ডিআইজি ভাই না থাকলে কি যে হতো! আমার ফোনও ভেঙে গেছিলো। আজকে ফোন ঠিক করে আনলাম।
রোকসানা খন্দকার রুকু
আহারে! এতো মেধাবী আর লক্ষী বাচ্চাদের উপর কার যে কুনজর পড়লো। অনেক সাবধানে থাকতে হবে রিতু!!আল্লাহ তোমাদের হেফাজত করুক!
জিসান শা ইকরাম
নিজেকে ভালোবাসাই সর্বোত্তম।
হাহাকার এর ভয় নেই,
কবিতা ভালো হয়েছে।
শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা 🌹
হালিমা আক্তার
ভালোবাসবো না বললেই কি আর হয়। একটু সময় নিয়ে নিজেকে ভালোবাসা খুব প্রয়োজন। শুভ কামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
আসলেই তাই। নিজেকে ভালোবাসা জরুরি। শুভকামনা অশেষ 🥰
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর কাব্যিকতা আপু!
শত ব্যস্ততা, মান-অভিমান বয়ে
জীবনের চলাই যেন একটি কদম ফুলের আশায়।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
রোকসানা খন্দকার রুকু
সুন্দর মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা ভাই! 🌹
ছাইরাছ হেলাল
বাদল-বর্ষায় সামান্য অবশ-বিবশ হলেও কদম ফুল আমাদের সবার চাওয়া।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা। তা কিন্তু সত্যই!!!