বর্ষার ছন্দ

জাহাঙ্গীর আলম অপূর্ব ৭ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ০৪:২২:০৭অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
  1. মাদল বাজে মনের ভিতর
  2. ওই না বর্ষার ছন্দে
  3. আশেপাশে ভরে গেছে
  4. কদম কেয়ার গন্ধে।
  5. বৃষ্টির শব্দ জল কলতান
  6. দারুণ ভালো লাগে
  7. বর্ষার আরো কত ফুল ওই
  8. ফুটে আছে বাগে।
  9. জেলে নেমে গোসল করা
  10. নৌকা নিয়ে ঘোরা
  11. কদম গাছে কেয়া গাছে
  12. ফুল যে জোড়া জোড়া।
  13. বর্ষাকালে নদের জলে
  14. নানান জিনিস ভাসে,
  15. দূরের কোনো স্থানে থেকে
  16. মাঝি তেরে আসে ।
  17. নতুন জলে নতুন মাছ ওই
  18. করে শুধু খেলা,
  19. মন খুশিতে সবাই ভাসে
  20. নতুন নতুন ভেলা।
  21. রচনাকালঃ
  22. ১২/০৭/২০২১
  23.  ৪+৪/৪+২
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ