- মাদল বাজে মনের ভিতর
- ওই না বর্ষার ছন্দে
- আশেপাশে ভরে গেছে
- কদম কেয়ার গন্ধে।
- বৃষ্টির শব্দ জল কলতান
- দারুণ ভালো লাগে
- বর্ষার আরো কত ফুল ওই
- ফুটে আছে বাগে।
- জেলে নেমে গোসল করা
- নৌকা নিয়ে ঘোরা
- কদম গাছে কেয়া গাছে
- ফুল যে জোড়া জোড়া।
- বর্ষাকালে নদের জলে
- নানান জিনিস ভাসে,
- দূরের কোনো স্থানে থেকে
- মাঝি তেরে আসে ।
- নতুন জলে নতুন মাছ ওই
- করে শুধু খেলা,
- মন খুশিতে সবাই ভাসে
- নতুন নতুন ভেলা।
- রচনাকালঃ
- ১২/০৭/২০২১
- ৪+৪/৪+২
২৬৪জন
১৮১জন
৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
বর্ষার গান বর্ষার ছন্দ। মন্দ নয়।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম।
শুভকামনা রইল সতত।।।।
অনন্য অর্ণব
বর্ষা মৌসুমতো প্রায় শেষ। শেষ সময়ে বর্ষা নিয়ে লেখা সোনেলাকে আরো বেশি প্রাণবন্ত করে তুলেছে। শুভকামনা সতত।
জাহাঙ্গীর আলম অপূর্ব
চমৎকার মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
হালিমা আক্তার
শরতে বর্ষার কাব্য। ফেলে আসা স্মৃতি যায় না ভুলা, তাই মনে করে দিল। শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম।
শুভকামনা রইল সতত।।।
মনির হোসেন মমি
সুন্দর বর্ননা।প্রকৃতির রূপের মোহে কবি মাতাল।
জাহাঙ্গীর আলম অপূর্ব
চমৎকার মন্তব্য।
শুভকামনা রইল সতত।