বর্তমানই ভবিষ্যৎ

সিহাব ৫ জুলাই ২০১৬, মঙ্গলবার, ১১:১০:৪৫পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

যে গেল
তারও এক ভবিষ্যৎ তৈরীর ইচ্ছে ছিল।
জানিনা, কত ত্যাগ তীতিক্ষা করে এক স্বপ্নের ভবিষ্যৎ তৈরীর চেষ্টায় ছিল!
কত বর্তমানকে উৎসর্গ করেছিল সে।
কত নির্ঘুম রাত পার করেছে
আগামীর সূর্যোদয় দেখবে বলে।
অথচ..অথচ কী হল?
যার নেশায় সে প্রতিটি বর্তমানকে তুচ্ছ করেছে,
সেই স্বপ্নের ভবিষ্যৎ আর এলো না।
পেলোনা সে তার নষ্ট অতীতের কষ্টার্জিত সোনালি ভবিষ্যৎ!
কী লাভ হল এতে,
বর্তমানে থেকে ভবিষ্যতের স্বপ্ন গড়ায়?
আমি বলি,
বরং বর্তমানকেই দেখ।
বর্তমানেই বাঁচো।
বর্তমানই সব, বর্তমানই সত্য
ভবিষ্যৎ হলো আলেয়ার জগৎ।
ওটার পেছনে ছুটো না,
ওটার পেছনে ছুটতে নেই।
আজকের এই দিনটা গতকালের ভবিষ্যৎ,
বর্তমানই ভবিষ্যৎ
বর্তমানই সব
বর্তমানই ধ্রুব।
আজ থেকে না হয় বর্তমানেই কিছু কর,
অর্থাৎ বর্তমানেই বাঁচো...!

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ