
প্রবাহমান দুঃস্বপ্নের স্রোত
বেদনাহত আঁখি পল্লব
বহুদিন ধরে আমার ভেতরে।
একসময় তোমার বিষণ্ণ দু’চোখে
আলোময় বিনিদ্র তারার উজ্জ্বলতা ছিল ভরে।
চাওনি,তবু দ্বিধাহীন ভাবে চলে গেলে
তোমার জন্য পথ চেয়ে নিশিদিন অপেক্ষায়।
অধরা পুষ্প সৌরভ ছড়ায়না উজ্জ্বলতায়।
কথা ছিল সরোবরের স্বচ্ছ জলে
বাহারী পালের সাম্পান ভাসাবে।
সবুজ গহীন অরণ্যে নিয়ে যাবে।
স্বর্গের নিস্তব্ধতা যেখানে ডানা মেলে উড়ে।
সদ্য গজিয়ে ওঠা কিশোরীর ঝোঁপে
হীরন্ময় বিকেল কাটাবে
গোধূলী বেলায় নদীচরে।
ফেরারী বাতাসে উর্বশী কাশফুল হয়ে
সারাদিন মেতে থাকবে নির্জনতায়।
মিষ্টি বিকেলের স্বপ্নীল সেইক্ষণে
সবুজাভ লাবন্য ছড়িয়ে স্বচ্ছ জলে ভেসে যাবে আনমনে।
একটি নদী ছিল।
যে নদীটির শুকিয়েছে জল।
দুই তীরে ছিল তার সোনাঝরা দিন।
সেই স্রোতস্বিনী পিছনে ফেলে
শহর, বন্দর হয়েছে।
অবশেষে সেই ঠিকানা ই রয়েছে।
দু’চোখে আলো জ্বেলে অভিযোগ অনুযোগ
তবু পাশাপাশি ছিলাম বহমান।
আমায় ফাঁকি দিয়ে লুকিয়ে গেলে
ফেরারী বাতাস যেমন পালায় সুদূরে…
যখন যেখানে ইচ্ছে উড়ে!
দূর্ভাগ্য কতটা প্রলম্বিত হলে,
কতটা রক্ত নহরে ভাসিয়ে নিয়ে যাবে দুঃখের সাগরে।
ম্রিয়মান হয়ে যায় সতেজ পুষ্পেরা,
পাখিরা নীড়ে ফেরা ভুলে যায়।
তবুও মহান স্রষ্টাকে শ্রদ্ধা জানাই
বয়ে চলা তরীর এ ধরায়।
হয়তো আবার ফিরবে থাকি অপেক্ষায়।
স্বর্গের পাখী হয়ে সোনালী ডানা মেলে
ছন্দ তুলে আসবে উড়ে
আমার পুরানো ঠিকানায়।
উৎসর্গঃ– ডাঃ কাজী সুপ্রিয় হিল্লোল।
৩২টি মন্তব্য
ফয়জুল মহী
খুব আকর্ষণীয় ও প্রাণবন্ত লেখা । পড়ে ভালো লাগলো।
উর্বশী
ফয়জুল মহী,
আন্তরিক ধন্যবাদ ওকৃতজ্ঞতা। ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো। মহী দোয়া করো, কাপুনি দিয়ে জ্বর এসেছে। ভাল থেকো।শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
অপেক্ষার আশাবাদ নিয়েই আমাদের জীবন কাটে,
আমরা বেঁচে থাকি, আবার বেঁচে উঠি স্মৃতি হাতরে।
উর্বশী
ছাওরাছ হেলাল ভাইয়া,
সহমত পোষণ করছি। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। দোয়া করবেন,কাপুনি দিয়ে জ্বর এসেছে,আবার হয়তো সোনেলা থেকে দূরে থাকতে হবে। ভাল থাকুন,অফুরান শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
মনের বাসনা গুলো পূরণ হোক, প্রিয়জন ফিরে আসুক ভালোবাসার ঝাঁপি নিয়ে অপেক্ষার প্রহর এর অবসান ঘটিয়ে। শুভ কামনা রইলো অহর্নিশি
উর্বশী
সুপর্না ফাল্গুনী আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। দোয়া করবেন,কাপুনি দিয়ে জ্বর এসেছে। ভাল থাকুন,শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
অবশ্যই দোয়া করি। নিজের দিকে খেয়াল রাখবেন। ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন।
উর্বশী
সুপর্না ফাল্গুনী আপু,
আন্তরিক ভালোবাসা রইলো।
জ্বি,ডাক্তারের উপদেশ অনুযায়ী চলবো।ভাল থাকুন,কৃতজ্ঞতা প্রকাশ করছি।শুভ কামনা সব সময়।
আলমগীর সরকার লিটন
অসাধারণ এক ভাবনা বালুচরে প্রকাশ কবি আপু
অনেক শুভেচ্ছা রইল————-
উর্বশী
আলমগীর সরকার লিটন ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
অনেক ভাল থাকবেন,শুভ কামনা সব সময়।
ইঞ্জা
আপু কবিতা আমি বুঝিনা, এছাড়া আপনার ভালো লেখা গুলোর ভীড়ে কবিতারা হারিয়ে যায়।
উর্বশী
ইঞ্জা ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
চোখের সমস্যা দেখা দিয়েছে। একটু সময় নিচ্ছি। তা ছাড়া লেখার কপি আছে কিনা সেটাও চেক করছি। প্রকাশ হয়েছে নাকি হয়নি তাও চেক করছি।অন্য সব লেখা দিব। সোনেলা হলো আমার ব্যাংক। মজুত থাকবে।
অনেক শুভ কামনা রইলো ভাল থাকুন।
ইঞ্জা
শুভকামনা আপু, দ্রুত সুস্থ হয়ে উঠুন, যে লেখা আপনার নিজের তা সোনেলায় অবশ্যই দেবেন, এতে সোনেলার আপত্তি থাকবেনা।
উর্বশী
ইঞ্জা ভাইয়া,
শুকরিয়া।
ভাল থাকুন।শুভ কামনা সব সময়।
ইঞ্জা
ভালো থাকুন, সুস্থ থাকুন আপু।
উর্বশী
ইঞ্জা ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ সহ সালাম। ফিরে এলাম,তবে পুরোপুরি সুস্থ হইনি, হয়তো এভাবেই বাকি জীবন কাটাতে হবে।আর আম্মা তো চলেই গেলেন না ফেরার দেশে। একটু ভাল থাকার চেষ্টা মাত্র।
ইঞ্জা
ভালো থাকবেন আপু
সুপায়ন বড়ুয়া
“ফেরারী বাতাসে উর্বশী কাশফুল হয়ে
সারাদিন মেতে থাকবে নির্জনতায়।
মিষ্টি বিকেলের স্বপ্নীল সেইক্ষণে
সবুজাভ লাবন্য ছড়িয়ে স্বচ্ছ জলে ভেসে যাবে আনমনে।“
উর্বশী আপু কাশফুল হয়ে
আকাশে উড়ুক শ্বেত শুভ্রতায়
এই কামনায়। ভাল থাকবেন।
উর্বশী
সুপায়ন বড়ুয়া দাদা,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভাল থাকুন, শুভ কামনা সব সময়।
শামীম চৌধুরী
শুধুই মুগ্ধতা।
শুভ কামনা রইলো।
উর্বশী
শামীম চৌধুরী ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকবেন, শুভ কামনা সব সময়।
আরজু মুক্তা
মানুষ বাঁচে আশায়।
উর্বশী
আরজু মুক্তা আপু,
সহমত
উর্বশী
আরজু মুক্তা আপু,
সহমত পোষণ করছি।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন, শুভ কামনা সব সময়।
রোকসানা খন্দকার রুকু
আশায়,অপেক্ষায় আমরা বাঁচি॥
পুরন হোক আপনার মনের সকল আশা এমনকি সবার আশা।।।
এই কামনা। ভালো থাকবেন।
উর্বশী
রোকসানা খন্দকার রুকু আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সঠিক বল্বছেন।আর আশা আছে বলেই আগামীর পথ চলতে সুবিধা হয়। ভাল থাকুন, শুভ কামনা সব সময়।
তৌহিদ
বিষন্ন বিরহী কবিতায় নিজের অনুভূতি চমৎকারভাবে ফুটে উঠেছে। শুভকামনা রইলো আপু।
উর্বশী
তৌহিদ ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকবেন অফুরান শুভ কামনা রইলো।
বন্যা লিপি
কি মন্তব্য করবো ভাবছি,
সাবলীল লেখা। বিরহ দূর হোক। আপনিও সেরে উঠুন দ্রুত।
শুভ কামনা।
উর্বশী
বন্যা লিপি আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আল্লাহ পাক ই জানেন কবে দ্রুত সুস্থতা লাভ করবো।একটি ঠিক হতে না হতে আর একটি দেখা দেয়। অনেক দিন বেশ ভাল ছিলাম। এখন টানা অসুস্থতার মাঝেই কম বেশী থাকি।বাকি ছিল চোখ তাও চশমা পড়তে হবে। দোয়া করবেন আপু। জীবনে প্রথম চশঅমা পড়বো।
খাদিজাতুল কুবরা
“দূর্ভাগ্য কতটা প্রলম্বিত হলে,
কতটা রক্ত নহরে ভাসিয়ে নিয়ে যাবে দুঃখের সাগরে।
ম্রিয়মান হয়ে যায় সতেজ পুষ্পেরা,
পাখিরা নীড়ে ফেরা ভুলে যায়।”
পুরো কবিতাটিই সুন্দর লিখেছেন।
শরীরের যত্ন নিন। আমার বাসায় ও সবার জ্বর।
ফী আমানিল্লাহ।
উর্বশী
খাদিজাতুল কুবরা আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সময় করে পড়ার জন্য অফুরান ভালোবাসা।ভাল থাকুন।শুভ কামনা রইল।