বন্ধু—–

অরুণিমা মন্ডল দাস ১৩ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ০৫:৩৮:২৪অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩১ মন্তব্য

12007208_1705317009702463_48386102_n
বন্ধু মানে খোলা হাওয়া!
খোলা আকাশের নীচে সমুদ্রের ঢেউ!
বন্ধু মানে মনের আবেগ!
জানালার কাছে যেন দাঁড়িয়ে আছে কেউ!
বন্ধু মানে ভেজা চুল!
বাঁধন না মানা বাউল গান!
পাহাড়ের বুক থেকে নামা উদ্দাম ঝর্ণার জল!
এক নিষ্পাপ সম্পর্কের মধ্যে নিবিড় টান!
#
বন্ধু মানে ভালোলাগার ফুল!
নদীর বাঁধ ভাঙা জল!
বন্ধু মানে বৈশাখের টক -তেঁতুল!
বসন্তের উদাস দৃষ্টি!
আষাঢ়ের প্রথম বৃষ্টি!
মনের না বলা প্রথম আবেগ!
স্কুলের প্রথম প্রেম!
কোন পুরনো ভালোলাগা গান!
সরল শিশুমুখের হাসি!
বেড়াতে গিয়ে প্রথম গঙ্গাস্নান!
#
বন্ধু মানে ঝগড়া আর খুঁনসুটি!
বন্ধু মানে প্রাণভরা হাসি!
বন্ধু মানে আড্ডা!
আর নির্ভয়ে বেজে যাওয়া নির্জন বাঁশী!
#
বন্ধু মানে সকালের চা!
সন্ধ্যাবেলার রজণীগন্ধা!
কাজের অবসরে একটু ভালোলাগার গান!
বন্ধু মানে শরতের পূজোর ঢাক!
ক্যাটবেরী চকোলেট !
বন্ধু মানে চৈত্র সেলের সপিং!
জমিয়ে খাওয়া চিকেন ক্যাটলেট!
#
বন্ধু মানে নাপিতের আনমনা চুলকাটা!
কোন সোনার খনিতে সোনার আকরিক পেয়ে আত্মহারা শ্রমিক!
প্রেমের স্কুলের ছাত্র -শিক্ষকের রোমান্টিক খুঁনসুটি!
ফার্স্ট বেঞ্চিতে বসা নিয়ে সেই একঘেঁয়ে ঝগড়া!
#
বন্ধু মানে বেলাইনে চলা মাতাল গাড়ি!
কাঠঠোকরার কুটিল খনন!
পাগলামির বাঁধন খোলা বাউল
জড়িয়ে ধরে কঁাদতে পারার নিঃশ্বাস !!!!
#
বন্ধু মানে সংগ্রামী চেতনা!
হার না মানা খেলোয়াড় আর ফ্লপ গায়ক!
বারবার মুখ দাঁতভেঙে উঠে পড়া বক্সিং চ্যাম্পিয়ন!
পাঁচবার ফেল করে মাধ্যমিকে স্টার পাওয়া বাহাদুর ছাত্র!!
#
বন্ধু মানে শীতের পোশাক!
গরমে ইয়ার কন্ডিশান!
প্রকৃতির বুকে গাওয়া !
উদাসীন বালকের করুন গান!
সিংহের চিৎকার আবার বিনয়ের নরম সুর!
মেঘের হঠাৎ বজ্রপাত
আবার নরম ঝিমানো ঝরঝর বৃষ্টির রোমান্স!!!
দিব্যা ভারতী মান্না দে কিশোর কুমারের আবার বেঁচে উঠা!!!
জসীমুদ্দীনের সাজু রূপাই র অমর
প্রেমে ভরা সেই নকসী কাঁথার মাঠ!!!!

===========
কোলকাতা
১৩ সেপ্টেম্বর ২০১৫

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress