
তুই আমার বন্ধু হবি?
সবুজ ঘাসের বনে
শীতের ঝলমলে শিশির ফোঁটা?
মায়াবী রাতে
আধো-বোঝা চোখের
এক গোছানো মায়া-স্বপ্ন;
ইচ্ছে হবি?
পাখির ডানায় দৃষ্টির ফাঁকে
দেখবি আমায় ক্ষণে ক্ষণে;
তুই আমার সাথী হবি?
আমার তরে জন্ম নিবি
পুনর্জনম জয়ী হয়ে ;
ক্ষত মনের জ্বলন হবি?
উস্কে দিয়ে বারেবারে
আনমনে হারিয়ে যাবি;
নিরুত্তাপ আগুন হবি?
আট প্রহরের অগ্ন্যুৎপাতে
অঙার হবো তোর কামনায়;
সওদাগরী বন্ধু-মেলায়
কিনবো তোকে তোর দামেই,
যতন করে পুষবি আমায়
তোর পাঁজরের রুদ্ধ খাঁচায়..
বন্ধুরে,
তুই কি আমার বন্ধু হবি?
প্রেম হবি?…
* অ-কবিতা
৩০টি মন্তব্য
তৌহিদ
অ-কবিতায় এত এত চাওয়া! বুচ্ছি, আপনি আর অ-কবিতা মিলে আমাদের সবার ভিতরের সুপ্ত বাসনাগুলিকে জাগিয়ে দিতে চান তাইতো? তবে আপনার সকল বাসনা পূর্ণ হোক এই কামনা করি।
কবিতা ভালো লেগেছে আপু।🌹
সাবিনা ইয়াসমিন
আমাদের সবার মনের শুদ্ধ সুন্দর বাসনা গুলো পূর্ণ হোক, এটাই কামনা করি তৌহিদ ভাই। প্রথম মন্তব্যের জন্যে অশেষ ধন্যবাদ।
তৌহিদ
এই প্রথম মন্তব্যে ধন্যবাদ কালচারটা যাদের ছিলো তাদের আর স্মরণ করতে চাইনা আপু। আমরা আমাদের সোনেলার জন্য নতুন কিছু চালু করবো।☺☺
জিসান শা ইকরাম
কি করিলে কি হবে তা প্রশ্নের পরেপরেই বলে দেয়া আছে,
বন্ধুর গলা শুকিয়ে না যায় জবাব দিতে গিয়ে,
জুস/ পানির বোতল হাতে নিয়ে প্রশ্নের ঠেলায় পান করতে ভুলে না যায় 🙂
অ- কবিতায় মন্তব্য পরে দেয়া হবে।
তৌহিদ
হু হু, আগের পোস্টের মন্তব্য আগে কত্তে হবে ঠিকাছে!! 😃😃
আপুর আগে আমি পোস্টাইছি কিন্তুক!! অবশ্য বড় লেখা পড়তে সময় লাগে বলে ইগ্নোর করে গেলাম।
জিসান শা ইকরাম
তৌহিদ ভাই, আমার কমেন্টের সিস্টেম এলোমেলো হয়ে গেছে। অনেক লেখা পড়িনি। কেবল মাত্র প্রথম পাতা শেষ করেছি। এরপর কি ২য় পাতায় যাবো নাকি লেখক হিসেবে ধরে লেখা পড়তে পড়তে যাবো বুঝতে পারছি না।
তৌহিদ
দীর্ঘদিন মন্তব্যে অনুপস্থিত হলে এরকম হয় ভাই। সমস্যা নেই।
সাবিনা ইয়াসমিন
এমন বন্ধুর দরকার নেই, যে প্রশ্ন শুনেই গলা শুকিয়ে ফেলে।
মন্তব্যের জন্যে ধন্যবাদ।
জিসান শা ইকরাম
বন্ধু আর প্রেমিক/প্রেমিকার অর্থ আমার কাছে ভিন্ন।
আপনি এখানে বন্ধু আর প্রেমিক এক করে ফেলেছেন।
একজন মানুষের একাধিক বন্ধু থাকতে পারে, একাধিক প্রেমিক/ প্রেমিকা কি থাকতে পারে?
অবশ্য আজকাল একাধিক প্রেম চলে একই সাথে।
বন্ধুত্বের মধ্যে কোন হিংসা, ঈর্ষা থাকেনা। কিন্তু প্রেমিক/ প্রেমিকার মধ্যে থাকে।
উদাহরন-
# ধরা যাক আমার খুব ক্লোজ বন্ধু তিন জন। আমাদের চারজনের মধ্যে কেউ যদি অন্য একজনকে বন্ধু হিসেবে গ্রহন করে, তবে আমাদের মধ্যে কোন মান, অভিমান, হিংসা কাজ করবে না। সে কেন অন্য একজন বন্ধু নিলো, সুতরাং তাঁকে আমাদের বন্ধু তালিকা থেকে বাদ দেব না। বন্ধুত্ব হচ্ছে আন-কন্ডিশনাল। কোন শর্ত থাকেনা বন্ধুত্বে।
# পক্ষান্তরে প্রেমিক/ প্রেমিকার ক্ষেত্রে প্রথমেই কিছু শর্ত থাকে। মনে করুণ আপনার একজন প্রেমিক আছে। সে যদি অন্য একজন প্রেমিকা নেয়, বা আপনি যদি অন্য একজন প্রেমিক নেন- কেহই এটি মেনে নিবেন না।
বন্ধুত্বের মধ্যে থাকে উদারতা, প্রেম এর মধ্যে উদারতা থাকার প্রশ্নই ওঠে না।
ভালো থাকবেন,
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
বন্ধু আর প্রেমিকের সংজ্ঞা ভালোই দিয়েছেন। আমি এত বিস্তারিত অর্থে যাচ্ছিনা,, অল্পতে লিখলাম..
” বন্ধুত্ব- কেবল বন্ধুর জন্যে প্রযোজ্য
প্রেম- বন্ধু এবং বন্ধুত্ব প্রেমের বেলায় আবশ্যক। ”
লেখাটি বুঝতে পারা অব্দি পড়তে পারেন। এখানেই থাকবে। 🙂
নিতাই বাবু
মনমাতানো কবিতা
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ দাদা। শুভ কামনা জানবেন 🌹🌹
মনির হোসেন মমি
এটাকে অকবিতা বলা কোন মতেই মেনে নেয়া যায় না।কারন এ কবিতাটি আনিসুল হকের কবিতা “তুই কি আমার দুঃখ হবি ‘র চেয়ে কোন অংশে কম ভাল হয়নি।খুব ভাল হয়েছে আপু।
সাবিনা ইয়াসমিন
একদম ছোট্ট ভাইয়ের মতো জবাব। অনুপ্রাণিত হলাম মমি ভাই। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
তৌহিদ
কে কার ছোডু ভাই বোন?? 😒😒
আরজু মুক্তা
অ কবিতা দারুণ হয়েছে।।
শুভকামনা।
ভালো থাকবেন।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ আপনাকে। 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
একথায় দারুণ লেখনী দিদি।
বেশ ভালো লাগলো।
সাবিনা ইয়াসমিন
শুভ কামনা অবিরত প্রদীপ 🌹🌹
বন্যা লিপি
সওদাগরী বন্ধু মেলায়
কিনবো তোকে তোর দামেই……..
অ-কবিতায় মোহাবিষ্ট হলাম ভীষন।
জুটে এবার যাবেই যাবে বন্ধু তোমার।
ভালোবাসা জেনো সবসময়💚💚💚💚
সাবিনা ইয়াসমিন
জুটেছে,, তোমাকে পেয়েছিতো 😀😀
এভাবে সারাক্ষন পাশে থেকো বন্যা। তোমার অবারিত ভালোবাসা আমার লেখায় অনুপ্রেরণা আনে। ❤❤
শামীম চৌধুরী
ক্ষত মনের জ্বলন হবি?
উস্কে দিয়ে বারেবারে
আনমনে হারিয়ে যাবি;
এদের সংখ্যাটাই বেশী সাবিনা আপু। খুব সুন্দর খন্ড খন্ড কবিতাটি।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ ভাইজান। এভাবে ভালো লাগাগুলো প্রকাশ করেন বলেই লিখতে সাহস পাই। শুভ কামনা সময়ের জন্যে রইলো, ভালো থাকুন। 🌹🌹
ছাইরাছ হেলাল
মৃত্তিকা-হৃৎপিণ্ডের বিদীর্ণ বুকের মাঝে
ধু ধু প্রান্তরে শুধুই ক্লান্তির ছাই ওড়ে,
অবসাদ-নৈরাশ্যের বহমান শূন্যতায়
ক্লান্তির পবিত্র পীড়ন।
সুস্থ-শান্ত উথাল-পাথাল
অজস্র সোনালী বন্ধুত্বা বিরলপ্রজ;
নিসর্গের নীলিমায় খড়া-জ্বলা-রোদ
নিথর দাঁড়িয়ে ঐ!
সাবিনা ইয়াসমিন
ক্লান্তির ছাই নির্বাসিত হোক সুদূরে
ফুলে ফুলে ছেয়ে যাক বিদীর্ণ মৃত্তিকা..
বিরল বন্ধুত্বে জাগ্রত হৃৎপিন্ড-খানি
স্পন্দিত হয়ে উঠুক সুনিপুণ আচ্ছন্নতায়..
মহারাজ, আরেকটু লিখলেও পারতেন 🙂
রেহানা বীথি
হবে হবে।
দারুণ লাগলো অ-কবিতা
সাবিনা ইয়াসমিন
এবার হবেই, বীথী আপুর আশ্বাস পেয়ে গেছি 💃💃
অনেক ভালোবাসা ❤❤
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার অ-কবিতা। একবছর আগের লেখা পড়তে খুব ভালো লাগলো আপু। দারুন আহ্বান জানিয়েছেন বন্ধু হবার জন্য। শুভ কামনা রইলো। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও শুভকামনা
সাবিনা ইয়াসমিন
লেখার শিরোনামে একটু ভুল ছিলো, ওটা ঠিক করতে গিয়েই আবারও প্রকাশিত হয়ে গেছে 🙁
অনেক ধন্যবাদ পড়ে এত সুন্দর মন্তব্যর জন্যে 🙂
সুরাইয়া পারভীন
প্রথমে অবাক হয়েছিলাম! এতো তাড়াতাড়ি এতো গুলো মন্তব্য ক্যামনে কী? তারপর সাল দেখে পড়তে শুরু করলাম। আহা! এমন একটা বন্ধু আমারও তাই
কিন্তু কোথায় বলেন পাই? চমৎকার লিখেছেন আপু