বন্ধু হও বন্ধুর মতো

নিতাই বাবু ২৬ মে ২০১৯, রবিবার, ০৪:০৪:৩০পূর্বাহ্ন কবিতা ২৩ মন্তব্য

 

সুসময়ের প্রিয় বন্ধু,

অসময়ে করে শত্রুতা!

স্বার্থ ফুরিয়ে গেলে,

ভুলে যায় বন্ধুত্বতা।

 

কতো ছিল আপনজন–

সামনে আগে পিছে।

সবাই হলো স্বার্থপর,

আসলে দুনিয়াটাই মিছে!

 

একসময় প্রাণের বন্ধু,

কতো আশ্বাস দেয়!

দুঃসময়ে সেই বন্ধু,

মুখ ফিরিয়ে নেয়!

 

বন্ধুর মতো বন্ধু

কয়জন আছে হায়!

সবাই বন্ধু বন্ধু–

মুখে বলে যায়!

 

বন্ধু শব্দের অর্থ

যদি হয় সখা,

তা-কি দিয়েছে কাউকে–

প্রিয়জন হয়ে দেখা?

 

সুহৃৎ, প্রণয়ী, হিতৈষী;

বন্ধু হয় স্বজন,

বাঁধতে কি কেউ পেরেছে–

এমন বন্ধুত্বের বাঁধন?

 

বন্ধু মানে একমন,

যাকে বলে প্রিয়জন!

বন্ধু, হইও না বন্দুক,

হইও মনের মতন!

 

ছবি সংগ্রহ ইন্টারনেট থেকে।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ