ভার্চুয়াল সম্পর্ক কিছুই না , এমনটা অনেকের ধারনা বিশ্বাসে পরিনত হলেও , কিছু কিছু ভার্চুয়াল সম্পর্ক আর ভার্চুয়াল থাকেনা । পিসির সামনে বসে থাকা ভার্চুয়াল মানুষটির একটি প্রান আছে , আর তিনি একজন মানুষ । তাই তো একজনের দুঃখ কষ্টের দিনে শুধু কষ্টের ইমো দিয়েই আমরা আমাদের দায়িত্ব শেষ করতে পারিনা। কষ্ট গুলো অন্তরকে স্পর্শ করে । হয়ত কিছু মানুষ শুধু ইমো দিয়েই দায়িত্ব পালন করেন । কিন্তু আমি পারিনা। এটি হয়ত আমার দোষ , তবে এই দোষে দোষী হয়েই আমি থাকতে চাই । শুদ্ধ হতে চাইনা।
কতটা মানসিক পথ অতিক্রম করলে একজন ভালো বন্ধু পাওয়া যায় জানিনা না । তবে আমরা ভালো বন্ধু হয়েছি নিঃসন্দেহে । সময়ের ক্ষণ গণনায় তা খুব বেশী সময় নয় , তিন বছর বা তার কিছু বেশী সময়। কৃতজ্ঞতা তোমার প্রতি আজীবন থাকবে , কারন তুমি মানুষের উপর বিশ্বাস হারাতে দাওনি আমাকে । যে বিশ্বাস আমি আজীবন লালন করে এসেছি ।
তোমার একমাত্র ভালোবাসার মানুষটি চলে গিয়েছেন জগৎ থেকে । আল্লাহ্ নিশ্চয়ই শান্তিতে রাখবেন তাঁকে ।
ফোনের অপর প্রান্তে তোমার কান্না আমাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে । জীবনের সাহসী যোদ্ধা তুমি , একা লড়াই করে টিকে থাকার প্রচুর উদাহারণ আছে তোমার জীবনে। এবারেও পারবে তুমি । আমি এবং আমার মত তোমার কয়েকজন নির্মোহ বন্ধু পাশে আছি তোমার।
ভালো থেকো বন্ধু আমার ।
আল্লাহ্ তোমার এবং তোমার সন্তানদের এই শোক বহন করার শক্তি দিক ।
আমীন ...
Thumbnails managed by ThumbPress
২০টি মন্তব্য
নীলকন্ঠ জয়
মন খারাপ হয়ে গেলো। ওনার জন্য এবং ওনার পরিবারের জন্য মঙ্গল কামনা ।
জিসান শা ইকরাম
অনেক সময় কঠিন বাস্তবতাকে মেনে নিতে কষ্ট হয় নীল ।
আল্লাহ্ তাঁদের শক্তি দিক ।
মা মাটি দেশ
সহমর্মীতা (y) আল্লাহ তার পরিবারকে হেফাজত করুন।
জিসান শা ইকরাম
আল্লাহ তার পরিবারকে হেফাজত করুন।
ধন্যবাদ আপনাকে ।
আমার মন
কষ্ট গুলোও ভাল থাকুক।
জিসান শা ইকরাম
হ্যা ভালো থাকুক সব কিছু ।
মোঃ মজিবর রহমান
সৃষ্টিকর্তা তার সকল দুঃখ খুচিয়ে
তাঁর ভবিষ্যৎ চলার পথ সুগম করুক,
তাঁর প্রিয়জন বিয়গান্তককে বেহেস্তে রাখুক
এই কামনা করি।
জিসান শা ইকরাম
আমীন —
রিমি রুম্মান
কঠিন বাস্তবতা মেনে নেবার মত মানসিক শক্তি দিক সৃষ্টিকর্তা। অনেক দোয়া উনার পরিবারের জন্য।
জিসান শা ইকরাম
আমীন —
প্রজন্ম ৭১
আপনার বন্ধুর পরিবারের জন্য শুভ কামনা । আল্লাহ্ তাঁদের হেফাজত করবেন।
জিসান শা ইকরাম
আমীন ———
হলুদ পরী সাদা নাকফুল
মৃত্যু জগত সংসারের এক নির্মম বাস্তবতা………… সান্তনা দিবো না শুধু বলবো জীবনের সাহসী যোদ্ধা আপনি , আপনাকে সাহসী হয়েই চলতে হবে ……… দেখিয়ে দিতে হবে আমাকে একা ফেলে গেলে কি হবে আমি একাই চলতে পারবো, কাটিয়ে উঠতে পারবো সব ঝড় ঝাপটা।
জিসান শা ইকরাম
ভালো বলেছেন ।
শুন্য শুন্যালয়
বন্ধু ভালো থাকুক …চলে যাওয়া মানুষটি শান্তিতে থাকুন.
প্রার্থনা আপনার বন্ধুটির জন্য..
জিসান শা ইকরাম
আমীন —
খসড়া
বন্ধু যেন সবসময় ভাল থাকে।
আপনিও ভাল থাকুন , আমরাও ভাল থাকি।
জিসান শা ইকরাম
আমীন ———–
ছাইরাছ হেলাল
ভার্চুয়াল সম্পর্কে বিশ্বাস রাখি না ।
হয়ত ব্যতিক্রম আছে ।
এক্ষেত্রে অবশ্যই তার মঙ্গল কামনা করি ।
রিমঝিম বর্ষা
জীবনে চলার পথে হঠাৎ করে একলা হয়ে গেলে তখন সম্বল হয় মনের জোড়। আর মনের আশেপাশে বসবাসরত মানুষগুলোই সেই জোড় বাড়াবার প্রভাবক হিসেবে কাজ করে। যেমন তুমি আছো তোমার বন্ধুর পাশে।