বন্ধু নয়-না দুশমন//

বন্যা লিপি ১৩ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৫:৫২:৫১অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

এখানে কতকথা রেখে গেলাম দুইজন, কত আলাপন! চুপচাপ নিঃশব্দের শিশিরের শব্দে রেখে গেছি,কুয়াশায় মোড়া অজস্র আলাপন।

তবুও; খুব সাবধানে গোপন কথাটাও রেখেছি গোপনে, দুইজন।
চুপচাপ কথার টুপটাপ ধ্বনি কেউ শোনেনি,অগোচরে কেউ করেনি বারন; দুইজন।

কি হয়েছে কার?
কার হয়েছে হার?
কে করেছে কাকে দায়ী?
দুইজন -দুইমন-নয় বন্ধু, না দুশমন; শুধু দুইজন!

অগোছালো কথার স্তুপ কখন যেন হয়ে যায় কবিতা! হঠাৎ করেই ইচ্ছেরা বলে, যাবো ধানবাদ,যেখানে আছে পরসনাথ পাহাড়,
আছে রাখা সেখানে -
শান্তি
সুখ
সাধনা
আনন্দ।
প্রিয় শীত বিদায় নিচ্ছে/ নিয়েছে। দুয়ারে পা রেখেছে, আগুন লাগা ফাগুন;বন্ধু নয়-না দুশমন,দুইজন।
রেখে যাই তবু অজস্র আলাপন।
কবিতা, গান আর অদৃশ্য বায়বীয় শীত কুয়াশার মতো নাজুক বন্ধন, দুইজন!!

 

 

নোটঃ লেখাটা একটা মিক্সাচারাইজেন টাইপ লেখা। অর্থাৎ অন্যকারো লেখার উপরে আমার কলম চালিয়েছি। মিক্সিং করা যাকে বলে। অবশ্যই তিনিই আমাকে উৎসাহিত করেছেন এ ব্যাপারে। নইলে করতাম না। আমার যোগ্যতায় যতটুকু কুলিয়েছে, তা থেকেই এটুকু দাঁড় করলাম।পাঠক বৃন্দের কাছে সবিনয় নিবেদন বাঁকা মন্তব্য কেউ করবেন না😊😊।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ