আজ আগস্টের প্রথম রবিবার। বিশ্ব বন্ধুত্ব দিবস। এই দিবসটি নিয়ে নানা মানুষের নানা মত। কেউ বলে এটি আগস্টের দুই তারিখে, কেউ বলে মার্চ মাসে, আবার কেউ বলে ফেব্রুয়ারিতে। তবে বেশির ভাগ মতানুসারে আগস্টের প্রথম রবিবারেই বিশ্ব বন্ধুত্ব দিবস পালন করা হয়। এশিয়া সহ অন্যান্য অনেক দেশেই আজ বিশ্ব বন্ধুত্ব দিবস পালিত হচ্ছে।

বন্ধু মানে কি?
বন্ধু হলো এমন একটি সম্পর্কের নাম, যা কখন কার সাথে হয়ে যায় আগে থেকে কেউ জানতে/বুঝতে পারেনা। বন্ধুত্বে প্রেম থাকে, ভালোবাসা থাকে, থাকে আস্থা, বিশ্বাস, নির্ভরশীলতা। ইংরেজিতে বন্ধু বানানের দারুন বিশ্লেসন পাওয়া যায়।
F - Few
R - Relations
I  -  In
E - Earth
N - Never
D - Die

বন্ধু, যে সুখে-দুঃখে পাশে থাকে। বন্ধু, যে বিনা প্রতিশ্রুতিতে রক্ষা করে সকল কর্তব্য। বন্ধু, যে ভাগ করে নেয় জীবনের সব নির্মমতা। বন্ধু, যে ধৈর্যের চুড়ান্তে পৌছেও হাসিমুখে বলে উঠে, যা খুশি করো আমি আছি তোমার সাথে।

সোনেলা ব্লগের সকল ব্লগার, পাঠক, সদস্যদের বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা রইলো।

বিশ্ব বন্ধুত্ব দিবস শুভ হোক।

86 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress