বন্ধুত্ব

আলমগীর সরকার লিটন ৩ আগস্ট ২০২১, মঙ্গলবার, ১১:৩৪:২৫পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

ঘাত প্রতিঘাত এর মাঝে
বন্ধুত্বের সৃষ্টি সাগর বয়!
রক্তের সম্পর্ক না থাকলও
আত্মার আত্মীয় ঘর বাঁধন ঘর হয়;
মহতের গুণের নাম কি বন্ধু-
ত্যাগের মহিমান্বিত এনে দেয়
বন্ধু থেকে বন্ধুত্ব-
চাঁদের আলো যতদূর দু’চোখ যায়
তার চেয়েও বন্ধুত্বের আলোই সীমাহীন সু-গাঢ়!
বুঝা পুরা সময় তৈরি হয় মন মন
হাটের মাঝে আরেকটা হাটের নাম বন্ধু!
অতঃপর এভাবেই সৃষ্টির উল্লাস করে বন্ধুত্ব।

১৯ শ্রাবণ ১৪২৮, ০৩ আগস্ট ২১

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ